ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় এনরিকেও

ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় আছেন লুইস এনরিকেওছবি: এএফপি

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর কোচের পদ ছাড়েন তিতে। এর পর থেকে এখন পর্যন্ত ব্রাজিলের প্রধান কোচের পদটা ফাঁকা পড়ে আছে। মাঝে কার্লো আনচেলত্তি–জিনেদিন জিদান–জোসে মরিনিওসহ বেশ কিছু নাম শোনা গেলেও কোনো নামই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।

এবার ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে নতুন করে সামনে এসেছে স্পেনের সাবেক কোচ লুইস এনরিকের নাম। স্প্যানিশ সংবাদমাধ্যম ফুটবল এস্পানার খবর, এরই মধ্যে কোচ হওয়ার প্রস্তাব দিতে এনরিকের সঙ্গে যোগাযোগও করেছে ব্রাজিল।

আরও পড়ুন

এর আগে স্পেনকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন নিয়ে কাতার গিয়ে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে এনরিকেকে। শেষ ষোলোতে মরক্কো–বাঁধাই পেরোতে পারেনি ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরে ব্যর্থতার দায়ে কোচের পদ ছাড়েন এনরিকে। নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে এনরিকে ক্লাব ফুটবলে ফিরে আসার কথাও বলেছিলেন।

এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। কোচ নিয়োগের সম্ভাব্য তালিকায় নাকি এনরিকের নামও রেখেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কোচ হওয়ার প্রস্তাব নিয়ে এনরিকের সঙ্গে নাকি কথাও বলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন কোচ খুঁজছে ব্রাজিল
ছবি: রয়টার্স

তবে দেশের বাইরে থেকে কোচ নিয়োগ দেওয়া নিয়ে এরই মধ্যে প্রশ্নের মুখে পড়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কিংবদন্তি রোনালদোসহ কেউ কেউ দেশের বাইরে থেকে কোচ আনার পক্ষে কথা বলেছেন।

তবে রিভালদোর মতো সাবেক তারকাদের অনেকে ব্রাজিলের বাইরে থেকে কোচ নিয়োগ দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমন কিছু হলে সেটি ব্রাজিলের ফুটবল–সংস্কৃতির অপমান বলেও মন্তব্য করছিলেন বিশ্বকাপজয়ী রিভালদো।

আরও পড়ুন

সম্ভাব্য কোচের তালিকায় অবশ্য ব্রাজিলিয়ান কোচের নামও আছে। যাঁদের অন্যতম ‘ব্রাজিলিয়ান গার্দিওলা’ ফার্নান্দো দিনিজ। ফ্লুমিনেসের এই কোচকে জাতীয় দলের ডাগআউটে দেখতে চান অনেক ব্রাজিলিয়ান।