তিনি ‘সবুজ বাজপাখি’দের নায়ক, আবার খলনায়কও

সৌদি আরবের উইঙ্গার সালেম আল–দাউসারিছবি: ইনস্টাগ্রাম

এক দিন নায়ক তো আরেক দিন খলনায়ক!

বলা হচ্ছে সৌদি আরবের উইঙ্গার সালেম আল–দাউসারির কথা। আর্জেন্টিনার বিপক্ষে সেরা বিশ্বকাপ গোলের আলোচনায় থাকার মতো গোল করেছেন, সঙ্গে এনে দিয়েছেন ঐতিহাসিক জয়। এর পরের ম্যাচেই আবার পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন, নকআউট রাউন্ডে যাওয়ার সহজ সমীকরণটাকে কিছুটা হলেও কঠিন করেছেন।

অবশ্য দাউসারির পুরো ফুটবল ক্যারিয়ারই তো এমন। কখনো সবার প্রশংসা পেয়েছেন, কখনো হয়েছেন নিন্দার পাত্র।

২০১৫ সালে সৌদি লিগে আল হিলাল ও আল নাসের ক্লাব ম্যাচের কথাই ধরা যাক না! রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মাথা দিয়ে স্কটিশ রেফারিকে ঢুস মারতে চেয়েছিলেন এই ফুটবলার। যার ফলে লাল কার্ড তো দেখেছেনই, ছয় ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছিলেন। জরিমানা গুনতে হয়েছে পুরো এক মাসের বেতন। আরও একটা ঘটনা উদাহরণ হতে পারে। ২০১৭ সালের এশিয়া চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দুই হলুদ কার্ড দেখে মাঠে ছাড়তে হয়েছিল তাঁর। এ ছাড়া প্রতিভাবান হলেও একজন ‘টিম প্লেয়ার’ হিসেবে তিনি কতটা কার্যকর, সে আলোচনাও কিন্তু ছিল।

আর্জেন্টিনার বিপক্ষে দারুণ গোলের পর সালেম আল–দাউসারির উদ্‌যাপন
ছবি: ইনস্টাগ্রাম

ক্যারিয়ারজুড়ে আল হিলালে খেললেও ধারে ছয় মাসের জন্য লা লিগার ক্লাব ভিয়ারিয়ালের হয়ে খেলেছিলেন এই উইঙ্গার। তাঁর ক্যারিয়ারের বাঁকবদলের কারণটাও এই ভিয়ারিয়াল। আপাতদৃষ্টে সে সফরকে ব্যর্থ বলেই মনে হতে পারে। কারণ, সব মিলিয়ে ভিয়ারিয়ালের হয়ে তিনি মাঠে নামতে পেরেছেন মাত্র ৩৩ মিনিট। তবে ফুটবলের নতুন সংস্কৃতি, নতুন কৌশল দাউসারির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। সৌদি আরবের সাবেক কোচ জুয়ান অ্যান্তিনিও পিজ্জিকেও একটা ধন্যবাদ দিতে পারেন দাউসারি। মূলত তাঁর অধীনেই ‘সবুজ বাজপাখি’দের আক্রমণের ভরসার প্রতীক হয়ে ওঠেন এই ফুটবলার।

ভিয়ারিয়াল-যাত্রা শেষে আবার আল হিলালে‌ই ফেরেন দাউসারি। এরপর গত চার বছরে দাউসারি জিতেছেন তিনটি লিগ চ্যাম্পিয়নশিপ, দুটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ। ব্যক্তিগত অর্জনের জুড়িটাও কম বড় নয়। জিতেছেন ২০২১ সালের এশিয়ান চ্যাম্পিয়নস লিগে সেরা ফুটবলারের মর্যাদা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপেও তিনি সৌদি আরবকে একমাত্র জয় এনে দিয়েছিলেন। মিসরের বিপক্ষে তাঁর শেষ মুহূর্তের গোলেই জিতেছিল সৌদি আরব। আর ২০২২ বিশ্বকাপে যা করেছেন, সেটা তো কারও অজানা নয়।

গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচ শেষে ১ জয় আর ১ হারে ৩ পয়েন্ট টেবিলের ৩ নম্বরে সৌদি আরব। আজ তাদের শেষ ম্যাচ মেক্সিকোর বিপক্ষে, দুই ম্যাচ শেষে যাদের পয়েন্ট ১। মেক্সিকোকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব। পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা হেরে গেলে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সৌদিরা। তবে সৌদি কোচ হার্ভি রেনার নিশ্চয়ই অন্য ম্যাচের দিকে চেয়ে থাকতে চাইবেন না। আর গিয়ের্মো ওচোয়ার দেয়াল ভাঙতে রেনারের ভরসা দাউসারির ওপরই রাখতে হচ্ছে। কারণ, বিশ্বকাপে দাউসারি গোল করেছেন, এমন ম্যাচ কখনো হারেনি সৌদি। আবার তেমন গল্পই দাউসারিকে দিয়ে লেখাতে চাইবেন রেনার।

ক্যারিয়ারে সফলতা ও ব্যর্থতা পাশে নিয়ে চলা দাউসারি বিশ্বকাপে এরই মধ্যে দুটোই দেখে ফেলেছেন। সৌদিবাসীকে আনন্দের সাগরে যেমন ভাসিয়েছেন, তেমনি পুড়িয়েছেন আক্ষেপেও। আজ কী করেন, দেখা যাক।