চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আনন্দ–বেদনার খণ্ডচিত্র

১ / ১৬
মিউনিখের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের অন্যতম আকর্ষণ ছিল ‘ইন দ্য অ্যান্ড’ ও ‘নাম্ব’ খ্যাত জনপ্রিয় রক ব্যান্ড লিংকিং পার্কের পরিবেশনা। তাদের পারফরম্যান্স আলিয়াঞ্জ অ্যারেনাকে জাগিয়ে তোলে সুরের মূর্ছনায়
রয়টার্স
২ / ১৬
ভায়োলিন বাজাচ্ছেন জনপ্রিয় ভায়োলিনবাদক ডেভিড গ্যারেট। আর সুরের আবহের ভেতর ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেছেন পিএসজির সাবেক ফুটবলার হ্যাভিয়ার পাস্তোরে এবং ইন্টার মিলান কিংবদন্তি হ্যাভিয়ার জানেত্তি। জাতীয়তা সূত্রে দুজনই আবার আর্জেন্টাইন
রয়টার্স
৩ / ১৬
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল উপভোগ করতে এসেছিলেন ফরাসি কিংবদন্তি ফ্র্যাঙ্ক রিবেরি। গ্যালারিতে কোলাহলের মধ্যে বেশ কষ্ট করেই ফোনে কথা বলতে হচ্ছে তাঁকে
রয়টার্স
৪ / ১৬
মিউনিখে ম্যাচজুড়ে এভাবেই আলোয় আলোকিত ছিল পিএসজির গ্যালারি। দল যতই শিরোপা জয়ের দিকে এগোচ্ছিল, ততই বাড়ছিল আলোর ঝলকানি
রয়টার্স
৫ / ১৬
মাঠে খেই হারিয়ে ফেলা শিষ্যকে চিৎকার করে জাগানোর চেষ্টা করছেন ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাঘি। তবে শেষ পর্যন্ত চেষ্টা করেও দলকে ম্যাচে ফেরাতে পারেননি তিনি
রয়টার্স
৬ / ১৬
মাত্র ১৯ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জোড়া গোল। দেজিরে দুয়ের উদ্‌যাপনটা তো এমন বাঁধভাঙাই হবে
রয়টার্স
৭ / ১৬
লাওতারো মার্তিনেজের এই হতাশ মুখটাও বোঝাতে পারছে না ফাইনালটা ইন্টার কতটা বাজেভাবে হেরেছে। ম্যাচে কোনো ভূমিকাই রাখতে পারেননি বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন
রয়টার্স
৮ / ১৬
পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার পর এভাবেই কান্নায় ভেঙে পড়েন ইন্টার সমর্থকেরা
এএফপি
গতকাল রাতে ফুটবল দুনিয়ার চোখ ছিল জার্মানির মিউনিখে। ক্লাব ফুটবলে ইউরোপ–শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যেখানে মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান ও পিএসজি। ইতিহাস গড়ে প্রথমবারের মতো পিএসজির ইউরোপ–সেরা হওয়ার পথে আলিয়াঞ্জ অ্যারেনায় রচিত হয়েছে আনন্দ–বেদনার অনবদ্য এক গল্প। মহাকাব্যিক সেই গল্পের কিছু খণ্ডচিত্র নিয়ে এই আয়োজন।
৯ / ১৬
‘অবশেষে আমি ইহাকে পাইলাম’—রুপালি রঙের ট্রফিটা ছুঁয়ে দেখতে গিয়ে এমন কিছুই হয়তো ভাবছেন এনরিকে
রয়টার্স
১০ / ১৬
‘তুমিই আমার স্বপ্নটা পূরণ করলে’—কে জানে, এনরিকেকে জড়িয়ে খেলাইফি হয়তো এমন কিছুই বলছেন কি না!
রয়টার্স
১১ / ১৬
এই ট্রফিটি হাতে নেওয়ার জন্য কত–কী না করলেন! একসময় মনে হচ্ছিল, আর হয়তো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন পূরণ হবে না নাসের আল খেলাইফির। অবশেষে দূর হলো তাঁর সেই আক্ষেপ। ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো পিএসজি
রয়টার্স
১২ / ১৬
শিরোপা জয়ের পর উদ্‌যাপনের চিরায়ত ছবি। এ ছবি ছাড়া যেকোনো ট্রফি জয়ই যেন অপূর্ণ
রয়টার্স
১৩ / ১৬
লুইস এনরিকের সঙ্গে ট্রফি হাতে পোজ দিচ্ছেন স্ত্রী–পুত্র–কন্যারা। আর সঙ্গে না থেকেও আছে ২০১৯ সালে ৯ বছর বয়সে ক্যানসারে মারা যাওয়া এনরিকের ছোট মেয়ে জানা
এএফপি
১৪ / ১৬
ট্রফিকে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন ইন্টারের বিধ্বস্ত কোচ সিমোনে ইনজাগি। বেদনাময় একটি রাতই কাটল তাঁর
রয়টার্স
১৫ / ১৬
শিরোপা জয়ের পর পিএসজির রঙে রাঙানো হয় আইফেল টাওয়ারকে। প্যারিসিয়ানদের জন্য এ এক অন্য রকম আনন্দের রাত
এএফপি
১৬ / ১৬
লম্বা সময় ধরে যে চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য পিএসজি অপেক্ষা করছিল, সেই ট্রফিটাই এবার এনে দিলেন এনরিকে। তাঁকে আকাশে ছুড়ে উদ্‌যাপনটাও হলো দেখার মতো
রয়টার্স