আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে নতুন করে যা বললেন রাফিনিয়া
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রাফিনিয়া। বার্সেলোনার জার্সিতে রীতিমতো উড়ছেন এই ব্রাজিলিয়ান তারকা। চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ গোল করেছেন রাফিনিয়া।
এমনকি অনেক রেকর্ডে চোখ রাঙাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসিদেরও। তাঁর নাম উচ্চারিত হচ্ছে সম্ভাব্য ব্যালন ডি’অরজয়ীদের তালিকাতেও। কিন্তু এত ভালো সময়ের মধ্যে থেকেও সাম্প্রতিক এক ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে রাফিনিয়াকে।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আগে আর্জেন্টিনাকে গোল করে হারানোর ঘোষণা দিয়েই মূলত বিপত্তি বাধান এই উইঙ্গার। সে সময় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব, গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে, সব নিয়ে মাঠে নামব।’
রাফিনিয়ার সেই ঘোষণার পর ম্যাচের উত্তাপও বেড়ে যায় বহুগুণ। কিন্তু মাঠের চিত্র ছিল একেবারেই ভিন্ন। সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে উল্টো চার গোল খেয়ে বিধ্বস্ত হয় ব্রাজিল। আর্জেন্টিনার সমর্থকদের তো বটেই, এমনকি খেলোয়াড়দের তোপের মুখেও পড়তে হয় রাফিনিয়াকে।
সেদিন মাঠেই রাফিনিয়াকে ‘কথা কম বলো’ বলে শাসিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। আর জয়ের পর ফেসবুক পেজে এনজো ফার্নান্দেজ লেখেন, ‘পরেরবার বিনয়ী থেকো রাফিনিয়া।’
এত দিন পর্যন্ত বিষয়টি নিয়ে চুপ থাকলেও, গতকাল রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর মুখ খুলেছেন রাফিনিয়া। শব্দচয়নে ভুল থাকার বিষয়টি মেনে নিলেও কথার পেছনে যে মানসিকতা, সেটি না বদলানোর কথাই বলেছেন এই ব্রাজিলিয়ান, ‘আমি যা বলেছি, তা ফিরিয়ে নিচ্ছি না। আমি যেভাবে বলেছি, সেটা হয়তো কিছুটা আক্রমণাত্মক ছিল। কিন্তু এটার ব্যাখ্যাও আছে। কিছু মানুষ একভাবে ব্যাখ্যা করবে, আবার কেউ অন্যভাবে। কিন্তু জাতীয় দলের জার্সি পরার সময় আমার চিন্তাটা পরিষ্কার। যেকোনো কিছুর ঊর্ধ্বে, আমাকে যদি জাতীয় দলের জার্সির জন্য লড়াই করতে হয়, আমি করব।’
সে সময় ভাবনাটা কী ছিল, সেটা ব্যাখ্যা করতে গিয়ে রাফিনিয়া আরও বলেন, ‘আমি যে শব্দ উচ্চারণ করেছি, সেটা ঠিক ছিল না। আমরা ভাবনাটা ছিল এমন, ব্রাজিল হোক বা বার্সেলোনা—আমাকে জার্সির মর্যাদা রক্ষা করতে হবে। যদি আমাকে লড়াই করতে হয়, করব।’