নেপালকে হারিয়ে শিরোপার লড়াইয়ে ফিরল বাংলাদেশ

গোলের পর মাসুরার (ডানে) সঙ্গে সাবিনার উদ্‌যাপন

মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। ব্যাংককের ননথাবুরি হলে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও লিপি আক্তার একটি করে গোল করেন। এ জয়ে তিন ম্যাচ থেকে সাঈদ খোদারাহমির দলের ৭ পয়েন্ট হলো। গোলরক্ষক স্বপ্না আক্তারের দুর্দান্ত সেভ জয় নিশ্চিত করে। লিগ পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্টের দল শিরোপা জিতবে। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।