ট্রাম্প, মারামারি আর কোল্ড প্লে—রাজনীতি, ফুটবল না সুপার বোল

চেলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল। গতকাল রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্ণিল আয়োজন ও সুরের মূর্ছনায় খেলার বাইরেও রঙিন ছিল ফাইনালের মঞ্চ। ফাইনালে বিশেষভাবে নজর কেড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি। আর সঙ্গে চেলসির উদ্‌যাপন তো ছিলই। ছবিতে ছবিতে দেখে নিন ফাইনালের গল্প।
১ / ১৪
ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠের খেলার বাইরে বাড়তি আলো ছড়িয়েছে রবি উইলিয়ামস ও লরা পাউসিনির পারফরম্যান্স
এএফপি
২ / ১৪
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) ফাইনাল সুপার বোল নামে পরিচিত। বছরের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে খেলার বিরতিতে বিনোদনমূলক আয়োজন থাকে। তার আদলে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালের মাঝেও ছিল সংগীত পরিবেশনা। মঞ্চে সুরের মূর্ছনা ছড়িয়েছেন কোল্ড প্লের ক্রিস মার্টিন ও অস্ট্রেলিয়ান সংগীত তারকা ইমানুয়েল কেলি
এএফপি
৩ / ১৪
গোলের পর পালমারের সঙ্গে উদ্‌যাপনে মেতেছেন এনজো ফার্নান্দেজ। এই এনজো ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে ফিফা বিশ্বকাপও হাতে তুলেছেন
রয়টার্স
৪ / ১৪
ফাইনাল শেষে এভাবেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন চেলসি কোচ এনজো মারেসকা ও পিএসজি কোচ লুইস এনরিকে
এএফপি
৫ / ১৪
সঙ্গী ক্যারোলিনা সিলভার সঙ্গে ক্লাব বিশ্বকাপ জয় উদ্‌যাপন করছেন চেলসি তারকা পেদ্রো নেতো
রয়টার্স
৬ / ১৪
ফাইনাল শেষে এভাবেই মুষড়ে পড়ে পিএসজির খেলোয়াড়রা
এএফপি
৭ / ১৪
কোল পালমারের হাতে ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল তুলে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পাশে দাঁড়িয়ে ইনফান্তিনো
রয়টার্স
৮ / ১৪
ক্লাব বিশ্বকাপের তিন সেরা তারকা। গোল্ডেন বল জেতা চেলসির কোল পালমার, গোল্ডেন গ্লাভ জেতা চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা দেজিরে দুয়ো
এএফপি
৯ / ১৪
দেখে মনে হবে ট্রফি নিয়ে ইনফান্তিনো ও ট্রাম্প কাড়াকাড়ি করছেন। আসলে ট্রফিটি চ্যাম্পিয়ন চেলসিকে তুলে দিতে একসঙ্গে নিয়েছেন তারা
রয়টার্স
১০ / ১৪
ট্রফি হাতে চেলসি খেলোয়াড়দের উদ্‌যাপনের আগ মুহূর্তে তাঁদের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এএফপি
১১ / ১৪
ট্রফি উঁচিয়ে খেলোয়াড়দের সঙ্গে উদ্‌যাপনে মেতেছেন চেলসি কোচ মারেসকাও
রয়টার্স
১২ / ১৪
সঙ্গী ক্লদিয়া রদ্রিগেজের সঙ্গে ক্লাব বিশ্বকাপের ট্রফি নিয়ে পোজ দিচ্ছেন চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া
রয়টার্স
১৩ / ১৪
ফাইনাল শেষে গোলপোস্টের জাল কেটে নিচ্ছেন চেলসির কোল পালমার ও তোসিন আদারাবিয়োয়ো
এএফপি
১৪ / ১৪
ক্লাব বিশ্বকাপের মঞ্চে এক ফ্রেমে এক জোড়া দম্পতি। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (বাঁয়ে)। আর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে তাঁর স্ত্রী লিনা আল আশকার (ডানে)
রয়টার্স