জলকেলির পর শান্তি মার্ডির হ্যাটট্রিক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ–ভুটান ম্যাচ আজ অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে। বৃষ্টিতে ম্যাচের মূল ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচ নিয়ে যাওয়া হয় কিংস অ্যারেনার অনুশীলন মাঠে। দুই ভেন্যুতে ভাগাভাগি করে খেলা ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশ বড় জয়ই পেয়েছে। হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের শান্তি মার্ডি। ছবিতে ছবিতে দেখে নিন জলকেলির পর বাংলাদেশের জয়ের গল্প। ছবি তুলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী শামসুল হক
১ / ৮
পানির মধ্যেই বলের দখল নেওয়ার চেষ্টায় বাংলাদেশ ও ভুটানের মেয়েরা
২ / ৮
বৃষ্টির কারণে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু বদলে যায় মাঝপথে। কিংস অ্যারেনা থেকে ম্যাচ নিয়ে যাওয়া হয় কিংস অ্যারেনার অনুশীলন মাঠে। সেখানে প্রবেশ করছেন ভুটানের ফুটবলাররা।
৩ / ৮
মাঠ বদলে যাওয়ার পর মূল মাঠ থেকে পাশের অনুশীলন মাঠে প্রবেশ করছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিরা
৪ / ৮
বদলে যাওয়া ভেন্যু কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুশীলন করছেন বাংলাদেশের মেয়েরা
৫ / ৮
গোল উদ্‌যাপন করতে গিয়ে যেন ডানা মেললেন মুনকি আক্তার
৬ / ৮
সতীর্থদের সঙ্গে হ্যাটট্রিক করা শান্তি মার্ডির (মাঝে) উদ্‌যাপন
৭ / ৮
এই উদ্‌যাপনই বলে দিচ্ছে বাংলাদেশের জয় কতটা দাপুটে ছিল।
৮ / ৮
এই দৃশ্য দেখে কে বলবে ছবিটা প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচের। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ও ভুটানের মেয়েরা যেন ফুটবলে নয়, জলকেলিতেই মেতেছিলেন