টটেনহামকে ‘না’ বলে দিলেন নাগলসমান

জার্মান কোচ ইউলিয়ান নাগলসমান।ছবি: এএফপি

বায়ার্ন মিউনিখ থেকে গত মার্চে বরখাস্ত হওয়ার পর থেকেই নতুন চাকরির সন্ধানে নেমেছেন ইউলিয়ান নাগলসমান। শুরুতে শোনা যাচ্ছিল, চেলসির কোচ হতে পারেন তিনি। দলবদলের বাজারে বিশ্বস্ত নাম সাংবাদিক ফাব্রিজিও রোমানো সে সময় দাবি করেন, চেলসির ভেতরে নাগলসমান জনপ্রিয় ব্যক্তিত্ব। বিশেষ করে ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর ক্রিস্টোফার ভিভেল তাঁকে খুব পছন্দ করেন।

পরে জানা যায়, চেলসি নয়, লন্ডনেরই আরেক ক্লাব টটেনহাম হটস্পারের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নাগলসমান। মার্চে নাগলসমান ছাঁটাই হওয়ার এক দিন পরই বরখাস্ত হন টটেনহাম কোচ আন্তোনিও কন্তে। কদিন পর ছাঁটাই করা হয় অন্তর্বর্তীকালীন কোচ ক্রিস্তিয়ান স্তেল্লিকেও। দলটির সম্ভাব্য নতুন কোচ হিসেবে তখন ৩৫ বছর বয়সী জার্মানের নাম ঘুরেফিরে আসছিল।

আরও পড়ুন

২০২১ সালের এপ্রিলে জোসে মরিনিওকে সরিয়ে দেওয়ার পরও টটেনহামের প্রথম পছন্দ ছিলেন নাগলসমান। তবে স্বদেশি ক্লাব বায়ার্নের কোচ হতে লন্ডনের ক্লাবটিকে ‘না’ বলে দেন। এবার যখন আবার সুযোগ এসেছিল, আবারও একই পথে হাঁটলেন নাগলসমান।

বারবার কেন টটেনহাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নাগলসমান? ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, আগামী মৌসুমের জন্য ক্লাবের পরিকল্পনা মনে ধরেনি বলেই আগ্রহ হারিয়ে ফেলেছেন লাইপজিগকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তোলা জার্মান কোচ। তাঁর চোখ রিয়াল মাদ্রিদের দিকে। কার্লো আনচেলত্তি এ মৌসুম শেষে রিয়ালের দায়িত্ব ছাড়লে পরবর্তী কোচের তালিকায় থাকবেন তিনি।

সবশেষ বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব পালন করেন ইউলিয়ান নাগলসমান
ছবি: এএফপি

নাগলসমান ‘না’ বলে দেওয়ায় তিনি আর টটেনহামের বিবেচনায় নেই। নাগলসমানের জায়গায় দলটির পছন্দের তালিকায় ছিলেন ভিনসেন্ট কোম্পানি। তবে বার্নলিকে প্রিমিয়ার লিগে উত্তরণ পাইয়ে দেওয়া কোম্পানি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন।

আরও পড়ুন

এখন তাই স্পেন ও বার্সেলোনোর সাবেক কোচ লুইস এনরিকে, ব্রাইটনের রবার্তো দি জেরবি, স্পোর্তিং লিসবনের রুবেন আমোরিম, ফেইনুর্ডের আর্নে স্লট, বেয়ার লেভারকুসেনের জাবি আলোনসো ও সেল্টিকের আনগে পোস্তেকোগলুকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে টটেনহাম।