বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর মার্কো ভেরাত্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল লিওনেল মেসির। আর্জেন্টাইন তারকার জন্য মাঠে পিএসজি সমর্থকদের দুয়োও শুনেছেন। এমনকি ভেরাত্তির বাড়ির সামনে গিয়েও বিক্ষোভ করেছিলেন পিএসজির সমর্থকেরা। সেই ভেরাত্তি কাতারি ক্লাব আল আরাবিতে যোগ দেওয়ার পর মেসি তাঁকে শুভকামনা না জানিয়ে পারেন!
অবশ্যই না। আর তাই ইনস্টাগ্রামে ভেরাত্তির নতুন অভিযানকে শুভকামনা জানিয়ে মেসি লিখেছেন, ‘নতুন যাত্রায় তোমার সৌভাগ্য কামনা করছি। আমি যে সব সময় তোমার শুভকামনা করি, সেটা তুমি এরই মধ্যে জানো।’
ভেরাত্তির আল আরাবিতে যোগ দেওয়ার খবর গতকাল নিশ্চিত করেছে পিএসজি। আল আরাবিও একটি ভিডিও বার্তায় ইতালিয়ান মিডফিল্ডারকে উড়িয়ে আনার সুখবর জানিয়েছে। পিএসজিতে ১১ বছরের ক্যারিয়ারে ৯ বার লিগ জয়ের পাশাপাশি একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছেন ভেরাত্তি। তাঁর বিদায়ে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলেছেন, ভেরাত্তি ‘আমাদের দারুণ ইতিহাসে বড় ভূমিকা পালন করেছে।’ সংবাদ সংস্থা এএফপি এ নিয়ে ভেরাত্তির মন্তব্যও প্রকাশ করেছে, ‘প্যারিস, এই ক্লাব এবং সমর্থকেরা সব সময়ই আমাদের হৃদয়ে বিশেষ জায়গায় থাকবে। আমি সব সময়ই একজন প্যারিসিয়ান।’
পিএসজিতে ৩০ বছর বয়সী ভেরাত্তি চোটের সঙ্গে লড়েছেন। শৃঙ্খলা ভাঙা নিয়েও অভিযোগ ছিল। পিএসজিতে ১৪১টি হলুদ কার্ড দেখার পাশাপাশি ৬ বার লাল কার্ডও দেখেছেন। এই মৌসুমে পিএসজির কোচ লুইস এনরিকে তাঁকে বিবেচনা করেননি। আর ভেরাত্তির জন্য ইউরোপের কোনো ক্লাব থেকেও বড় অঙ্কের প্রস্তাব পায়নি পিএসজি। সেটি সম্ভবত তাঁর বড় অঙ্কের পারিশ্রমিকের জন্য।
বিবিসি জানিয়েছে, ৪ কোটি ৫০ লাখ ইউরো দলবদল ফি-তে ভেরাত্তিকে কিনেছে আল আরাবি। এ সপ্তাহে কাতারে পাড়ি জমানো দ্বিতীয় তারকা ফুটবলার ভেরাত্তি। গত শুক্রবার ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপ কুতিনিও যোগ দেন কাতারের ক্লাব আল-দুহাইলে।
ভেরাত্তির পিএসজি ছাড়ায় হৃদয় পুড়ছে ক্লাবটির সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পের। ইনস্টাগ্রাম স্টোরিতে ফরাসি তারকা লিখেছেন, ‘একদমই ব্যতিক্রমধর্মী খেলোয়াড় ও মানুষ। এতগুলো বছর তোমার সঙ্গে খেলতে পারাটা ছিল ভীষণ আনন্দের। তুমি এখানে যা দিয়ে গেছ, তা কেউ কখনো ভুলবে না। আমার দেখা অন্যতম সেরা খেলোয়াড়। ধন্যবাদ বন্ধু, তোমাকে অনেক মিস করব।’