নেইমার–এমবাপ্পের ঝগড়া কি মিটে গেছে

এমবাপ্পে–নেইমারের সম্পর্ক এখন কেমনছবি: এএফপি

নেইমারের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের ঝগড়া কি মিটে গেছে?

রোববার রেঁসের বিপক্ষে ম্যাচের আগে ছোট্ট একটা ঘটনায় পিএসজি সমর্থকেরা স্বস্তি পেতেই পারেন। ওয়ার্মআপে নেইমার দূর থেকে ফ্রিকিক মারা অনুশীলন করছিলেন। একটি শট বাঁক খেয়ে সোজা ঢুকে যায় পোস্টে। টেলিভিশন সম্প্রচারকদের ক্যামেরায় এরপর এমন একটা দৃশ্য ধরা পড়ল, যা দেখে বলা যেতেই পারে ব্রাজিল তারকার সঙ্গে ফরাসি তারকার সম্পর্ক এখন মোটের ওপর ভালোই।

দৃশ্যটা মজার। নেইমারের ফ্রিকিকটি পোস্টে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা ধরা হয়েছিল নেইমারের ঠিক পাশেই দাঁড়ানো এমবাপ্পের মুখের ওপর। তাতে দেখা গেল নেইমারের ফ্রিকিকটির নীরব প্রশংসা ঝরে পড়ছে এমবাপ্পের অভিব্যক্তিতে। এমবাপ্পের এই অভিব্যক্তির দৃশ্য এ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল। ফুটবলপ্রেমীরা ব্যাপারটিকে ‘প্রতিভার প্রতি প্রতিভার প্রশংসা’ হিসেবে দেখছেন। পিএসজি সমর্থকদেরও চাওয়া, দুই তারকার মধ্যে এই মুহূর্তে বোঝাপড়ার কোনো সমস্যা মিটে গেলেই ভালো।

পিএসজিতে এমবাপ্পে-নেইমারের সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না—এমন খবর গত সেপ্টেম্বর-অক্টোবরের দিকে চাউর হয়েছিল। পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে এমবাপ্পেকে রীতিমতো ‘ব্ল্যাংক চেক’ দেওয়ার ব্যাপারটি মোটেও পছন্দ হয়নি নেইমারের। বিশেষ করে পিএসজি কর্তৃপক্ষ এমবাপ্পেকে দলে রাখতে যেভাবে তোয়াজ করা শুরু করেছিল, সেটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় নেইমারের।

উল্টো দিকে এমবাপ্পে দলে নেইমারকে চান না—এমন কথাও শোনা গিয়েছিল। এর কিছুদিন আগেই একটি ম্যাচে পেনাল্টি নেওয়া নিয়ে দুজনের মধ্যে বেশ খানিকটা সমস্যা হয়েছিল। রোববার রেঁসের বিপক্ষে নেইমারের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল পিএসজি (পরে অবশ্য সেই গোল শোধ হয়ে গেছে)। নেইমারের গোলের পরপর এমবাপ্পে নেইমারের কাছে ছুটে এসে আন্তরিকভাবেই গোলের উদ্‌যাপনটা করেছেন।

এমবাপ্পে–নেইমার মিলেই হারালেন বায়ার্নকে।
ছবি: রয়টার্স

ওয়ার্মআপের সময় করা নেইমারের ওই ফ্রিকিকের গোল আর এরপর এমবাপ্পের অভিব্যক্তি ভাইরাল হওয়ার পর থেকে দুজনের সম্পর্কের উন্নতির বিষয়টি ফুটবলপ্রেমীদের নজরে এসেছে। সেই সঙ্গে ফুটবলপ্রেমীরা দুজনকেই প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই বলছেন, ‘এটা হচ্ছে দারুণ এক প্রতিভা আরেক প্রতিভার প্রশংসা করছে এমন একটা ব্যাপার।’ কেউ কেউ বলছেন, ‘ফ্রিকিকের পর এমবাপ্পের নেইমারের দিকে ঠায় তাকিয়ে থাকার ব্যাপারটিতে একধরনের প্রত্যয়ও মিশে আছে। এমবাপ্পে যেন ভাবছেন, নেইমার যদি এমন ফ্রিকিক নিতে পারে, তাহলে আমাকে তা পারতেই হবে।’

বিশ্বকাপের পর কালই প্রথম মেসি-নেইমার-এমবাপ্পে একসঙ্গে খেলতে নেমেছিলেন পিএসজির জার্সিতে। নেইমার আর এমবাপ্পের সম্পর্ক নিয়ে সমর্থকদের স্বস্তি এলেও মাঠের ফল কিন্তু স্বস্তি দিচ্ছে না তাদের। ২০২৩ সালের শুরুতে এখনো পর্যন্ত চারটি ম্যাচ খেলে পিএসজি যে তিনটিতেই জয়ের দেখা পায়নি।