কেইনদের ভয়ডরহীন খেলার মন্ত্র শেখালেন স্টোকস

সম্প্রতি ইংল্যান্ড ফুটবল দলের অনুশীলনে আসেন ক্রিকেটার বেন স্টোকসএক্স

ইউরোর প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ইংল্যান্ড ফুটবল দল। আজ রাতে প্রীতি ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে তারা। কোচ গ্যারেথ সাউথগেটের অধীন দলের সঙ্গে যোগ দিয়েছেন হ্যারি কেইন-জ্যাক গ্রিলিশরা। ইংল্যান্ড ফুটবল দলের সেই অনুশীলনে সম্প্রতি দেখা গেছে দেশটির টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে। কাউন্টি ডারহামের অনুশীলন মাঠে কেইন-গ্রিলিশদের সঙ্গে স্টোকসের হাত মেলানোর ভিডিও ও ছবিও এরই মধ্যে ভাইরাল হয়েছে।

ইংল্যান্ড ক্রিকেট দল যখন বিশ্বকাপ ক্রিকেট নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, সে সময় স্টোকসের ফুটবল দলের ক্যাম্পে যাওয়ার বিষয়টি অনেককেই কৌতূহলী করে তুলেছে। টি-টোয়েন্টি থেকে দূরে থাকায় স্টোকস অবশ্য ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই।

আরও পড়ুন

স্টোকসের অনুশীলনে আসা নিয়ে এবার কথা বলেছেন ইংল্যান্ড ফুটবল দলের কোচ সাউথগেটও। বলেছেন, স্টোকসের সঙ্গে কাটানো দুর্দান্ত সেশনটির কারণে ইউরোতে বাড়তি প্রেরণা পাবে তাঁর দল। মূলত চাপ ও স্নায়ুচাপ সমালে কীভাবে ভয়ডরহীন মানসিকতা অর্জন করতে হয়, সেটিই নাকি কেইনদের শিখিয়েছেন স্টোকস।

ইংল্যান্ড কোচ বলেছেন, ‘বেন স্টোকস গতকাল এসেছিল। আমার ধারণা, সেটি দারুণ একটি সেশন ছিল। আমার মতে, সে অল্প কজন ইংলিশ ক্রীড়াবিদের একজন, যে খেলোয়াড়দের প্রভাবিত করতে পারে। সে একেবারে খাঁটি। ভয়ডরহীনতার মধ্যে ভারসাম্য রাখার বিষয়টি নিয়ে দারুণ আলাপ করেছে।’

ফুটবল দলের সেশনে বেন স্টোকসের আলাপ নিয়ে সাউথগেট আরও বলেছেন, ‘সে খেলোয়াড়দের নেতৃত্বের নানা দিক এবং যে সংস্কৃতি সে তৈরি করার চেষ্টা করেছিল, তা নিয়ে কথা বলেছে। আমার ধারণা, তার আলাপ আমাদের চলমান কিছু কাজকে সমর্থন করছে। ফলে কিছু ভাবনা পুনঃপ্রতিষ্ঠা দেখতে পেরে আমরা খুশি। তার সেশনটা সত্যিই ভালো ছিল, যা আমাদের কাজে লেগেছে।’

আরও পড়ুন

এদিকে ইউরোর প্রস্তুতি ম্যাচে আজ রাতে বসনিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে ম্যাচটি শুরু হবে আজ রাত ১২টা ৪৫ মিনিটে।