১৯০ কোটি টাকা: মেয়েদের ফুটবলে দলবদলের খরচে রেকর্ড

বিশ্ব ফুটবলে মেয়েদের কদর বেড়েই চলেছেছবি: ফিফা

ফুটবল–বিশ্বে নারী ফুটবলারদের কদর যে দিন দিন বাড়ছে, সেটার প্রমাণ ২০২৪ সালের দলবদল। গত বছর মেয়েদের ফুটবল দলবদলের খরচে বিশ্ব রেকর্ড গড়েছে।  

ফিফার প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে মেয়েদের দলবদলে মোট ১ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার (১৯০ কোটি ২৬ লাখ টাকা) খরচ করা হয়েছে, যা ২০২৩ সালের দ্বিগুণেরও বেশি। ওই বছর নারী খেলোয়াড় কেনাবেচায় ব্যয় হয়েছিল ৬১ লাখ ডলার (৭৪ কোটি ৩৯ লাখ টাকা)।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার গবেষণাধর্মী বার্ষিক প্রতিবেদনটি গতকাল প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে মেয়েদের ৬৯৫টি ক্লাব ২২৮৪টি দলবদলে যুক্ত ছিল। এর মধ্যে ১২৪টি ক্লাব খেলোয়াড় ছেড়ে দিয়ে আয় করেছে। ২০২৩ সালের তুলনায় গত বছরের দলবদল চুক্তির পরিমাণ ২০.৮০ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা ছয় বছর দলবদলের পরিমাণ ২০ শতাংশের বেশি বাড়ল।

২০২৪ সালের সবচেয়ে দামি দুই নারী ফুটবলার র‍্যাচেল কুন্দানাঞ্জি (ডানে) ও বারব্রা বান্দা
ছবি: ইনস্টাগ্রাম

২০২৪ সালে সবচেয়ে আলোচিত দুই দলবদলই হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা জাতীয় নারী সকার লিগে (এনডব্লুএসএল)। গত বছরের ফেব্রুয়ারিতে ৭ লাখ ৮৭ হাজার ৬০০ ডলারে (৯ কোটি ৬০ লাখ টাকা) রিয়াল মাদ্রিদ ছেড়ে বে এফসিতে নাম লেখান জাম্বিয়ান ফরোয়ার্ড র‍্যাচেল কুন্দানাঞ্জি।

আরও পড়ুন

এর কিছুদিন পর চায়নিজ ক্লাব সাইহাং সেঙ্গলি ছেড়ে ওরল্যান্ডো প্রাইডের সঙ্গে চুক্তি করেন কুন্দানাঞ্জির স্বদেশি বারব্রা বান্দা। তাঁকে কিনতে খরচ হয়েছে ৭ লাখ ৪০ হাজার ডলার (৯ কোটি ২ লাখ টাকা)।

ইউরোপীয় ফুটবল মৌসুমে মধ্যবর্তী দলবদলের সময়সীমা শেষ হওয়ার পথে। এরই মধ্যে মনে হচ্ছে, ২০২৫ সালে মেয়েদের ফুটবলে দলবদলের ব্যয় ২০২৪ সালকে ছাড়িয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার নাওমি গির্মা সম্প্রতি স্যান ডিয়েগো ওয়েভ ছেড়ে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন। মেয়েদের দলবদলের ইতিহাসে গির্মাই এখন সবচেয়ে দামি খেলোয়াড়। তাঁর মাধ্যমে প্রথমবারের মতো একজন নারী খেলোয়াড়ের দলবদলের খরচ ১০ লাখ ডলারের গণ্ডি টপকেছে।

ইএসপিএন জানিয়েছে, বার্সেলোনা থেকে কেইরা ওয়ালশকেও কিনতে যাচ্ছে চেলসি। তাঁর জন্য লন্ডনের ক্লাবটিকে ৫ লাখ ৭২ হাজার ডলার (৬ কোটি ৯৭ লাখ টাকা) ব্যয় করতে হবে।

ফিফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছেলেদের ফুটবলে গত বছর দলবদলে ৮৫৯ কোটি ডলার (১ লাখ ৪ হাজার ৭৬৬ কোটি টাকা) খরচ করা হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় কম। দুই বছর আগে খেলোয়াড় কেনাবেচায় ক্লাবগুলো ব্যয় করেছিল ৯৬৩ কোটি ডলার (১ লাখ ১৭ হাজার ৪৫০ কোটি টাকা)।

আরও পড়ুন

খেলোয়াড় নিয়ে আসা ও ছেড়ে দেওয়া—দুটি ক্ষেত্রেই ইংল্যান্ড এগিয়ে। ২০২৪ সালে ইংলিশ ক্লাবগুলো খেলোয়াড় কিনতে ব্যয় করেছে ১৮৮ কোটি ডলার (২২ হাজার ৯২৯ কোটি টাকা), খেলোয়াড় বিক্রি করে আয় করেছে ১৩৪ কোটি ডলার (১৬ হাজার ৩৪৩ কোটি টাকা)। সবচেয়ে বেশি ৪৭৫ জন ফুটবলার গত বছর যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন।