ইউরোতে ফ্রান্স সেমিফাইনালে উঠলেও নিজের সেরা উপহার দিতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। চার ম্যাচ খেলে এখন পর্যন্ত গোল মাত্র ১টি। সেটিও আবার পেনাল্টি থেকে। মাঠের পারফরম্যান্সেও চিরচেনা সেই ধার যেন অনুপস্থিত। এমবাপ্পের ভালো খেলার পথে অবশ্য তাঁর ভাঙা নাকও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এরপরও মাঠে নেমে এই ফরাসি স্ট্রাইকার চেষ্টা করেছেন নিজেকে মেলে ধরার। যদিও এখন পর্যন্ত তাতে সফল হতে পারেননি। ইউরোতে এমবাপ্পের হতশ্রী পারফম্যান্সের সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ইমানুয়েল পেতিত।
অধিনায়ক হিসেবে এমবাপ্পে যথেষ্ট দায়িত্ব পালন করছেন না বলে মন্তব্য করেছেন ’৯৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলার। পাশাপাশি সেমিফাইনালে প্রতিপক্ষ স্পেন না হলে এমবাপ্পেকে বেঞ্চে বসিয়ে রাখতেন বলেও মন্তব্য করেছেন পেতিত।
১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে গোল করা পেতিত জার্মানির এক টিভি চ্যানেলে এমবাপ্পেকে নিয়ে বলেছেন, ‘এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে সে নিজের যোগ্যতা দেখাতে পারেনি। কারণ, সে মাঠে যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না। ইউরো শুরু হওয়ার পর থেকেই তাকে সেরা ছন্দে দেখা যাচ্ছে না। আর তার ভাঙা নাকও তাকে বেশ কষ্ট দিচ্ছে।’
পর্তুগালের বিপক্ষে অতিরিক্ত সময়ে গিয়ে বদলি করা হয় এমবাপ্পেকে। তবে পেতিত মনে করেন, সে ম্যাচে এমবাপ্পেকে আরও আগে বদলি করা উচিত ছিল, ‘কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে যখন তাকে বদলি করা হলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ম্যাচের এক ঘণ্টা পরই তাকে বদলি করে ফেলা উচিত ছিল।’
ইউরোতে এখন পর্যন্ত ভালো করতে না পারলেও পেতিতের বিশ্বাস, সেমিফাইনালে জ্বলে ওঠার সামর্থ্য আছে এমবাপ্পের। আর সে কারণেই স্পেনের বিপক্ষে এমবাপ্পের সুযোগ দেখছেন তিনি। নয়তো এমন পারফরম্যান্সের পর ফরাসি অধিনায়ককে বেঞ্চেই বসিয়ে রাখতেন পেতিত, ‘প্রতিপক্ষ দলের নাম স্পেন বলেই সে মাঠে নামতে পারবে, অন্যথায় আমি তাকে বেঞ্চে বসিয়ে রাখতাম।’