পেটের পীড়ায় আক্রান্ত রোনালদো, খেলবেন না নাইজেরিয়ার বিপক্ষে

পর্তুগাল দলের অধিনায়ক রোনালদোছবি: এএফপি

কাতার বিশ্বকাপে মাঠে নামার আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। গা গরম করার সে ম্যাচে পেটের পীড়ার কারণে খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। দলের সর্বশেষ অনুশীলনেও ছিলেন না পর্তুগালের অধিনায়ক।

গতকাল প্রধান কোচ ফার্নান্দো সান্তোস জানিয়েছেন, বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে রোনালদোকে ছাড়াই খেলবে তাঁর দল।

সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, ‘আগামীকালের ম্যাচের জন্য সে প্রস্তুত নয়। সে পেটের পীড়ায় ভুগছে। অনুশীলনও করছে না, বিশ্রামে আছে। শতভাগ নিশ্চিত আগামী ম্যাচে আমরা তাকে পাচ্ছি না।’ লিসবনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত পৌনে একটায়। এই ম্যাচের পর কাতারের উদ্দেশে দেশ ছাড়বে পর্তুগাল দল।

কয়েক দিন আগেই এক টিভি সাক্ষাৎকারে নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বোমা ফাটিয়েছেন রোনালদো। মাঠের খেলার চেয়ে এই প্রসঙ্গ নিয়েই তিনি বেশি আলোচনায় আছেন।

ফার্নান্দো সান্তোস
ছবি: এএফপি

সান্তোস স্পষ্ট জানিয়ে দিয়েছেন রোনালদোর ওই সাক্ষাৎকার নিয়ে ভাবনা নেই তাঁর, ‘যদ্দুর জানি, রোনালদো জাতীয় দল নিয়ে কোনো কথা বলেনি। এটা ব্যক্তিগত সাক্ষাৎকার, আমাদের সম্মান করতে হবে। তাকে নিয়ে এত আলোচনার প্রভাব জাতীয় দলে পড়বে না।’

কাতার বিশ্বকাপ রোনালদোর পঞ্চম বিশ্বকাপ, সম্ভবত শেষ বিশ্বকাপও। আগের চার বিশ্বকাপে করেছেন মাত্র ৭ গোল, করিয়েছেন দুটি। পর্তুগালকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারেননি একবারও।

এবারও পর্তুগালকে ঠিক ফেবারিটের তালিকায় রাখছেন না বিশ্লেষকেরা। এ ছাড়া রোনালদো নিজেও কাটাচ্ছেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়।
২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ–অভিযান। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।