মেসি–রোনালদো নেই, লা লিগায় গোলও নেই

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। যখন দুজন লা লিগায় ছিলেনএক্স

গোল করাকে ডালভাতে বানিয়ে ফেলেছিলেন তাঁরা। লা লিগায় নিজেদের সময়ে ম্যাচের পর ম্যাচ গোল করেছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। লিগে সবচেয়ে বেশি গোল করার তালিকাতেও জ্বলজ্বল করছে দুজনের নাম। ৫২০ ম্যাচে বার্সেলোনার হয়ে মেসির গোল ৪৭৪ আর ২৯২ ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর গোল ৩১১।

সামগ্রিকভাবে মেসি এগিয়ে থাকলেও ম্যাচ প্রতি গোলে দাপট ‘সিআর সেভেন’এর। মেসির ম্যাচপ্রতি ০.৯১ গোলের বিপরীতে রোনালদোর গোল ১.০৭। এ তো গেল সামগ্রিক গোলের প্রসঙ্গ। মৌসুম হিসেবেও গোল করায়ও রাজত্ব দুজনের।২০০৯–১০ থেকে ২০২০–২১—এই ১২ মৌসুমে লা লিগায় গোল করায় একচ্ছত্র দাপট দেখিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এই ১২ মৌসুমে কেবল একবার দুজনের বাইরে কেউ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। সেটা ২০১৫–১৬ মৌসুমে—৪০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লুইস সুয়ারেজ।

আরও পড়ুন

তবে এটাও মনে রাখা দরকার যে এই ১২ মৌসুমে মেসির সঙ্গে রোনালদোর লড়াই হয়েছে ৮ মৌসুম (২০১৭–১৮ মৌসুম পর্যন্ত। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসের যোগ দেন রোনালদো)। যেখানে মেসি ৫ বার সর্বোচ্চ গোলদাতা হয়ে পিচিচি জিতেছেন এবং রোনালদো জিতেছেন ৩ বার। পর্তুগিজ মহাতারকার বিদায়ের পর টানা তিন মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হন মেসি।

সব মিলিয়ে নিজের লা লিগা ক্যারিয়ারে মেসি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৮ বার। এ সময়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলও করেছেন আর্জেন্টাইন তারকা। ২০১১–১২ মৌসুমে মেসি একাই করেছিলেন ৫০ গোল, যা এখন পর্যন্ত এক মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোল। এমনকি এই ১২ মৌসুমের মধ্যে কেবল একবার গোলসংখ্যা ৩০–এর নিচে নেমেছিল। ২০১৯–২০ মৌসুমে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন মেসি। রোনালদো অবশ্য তখন আর স্পেনে ছিলেন না।

চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা দোভবিক
ইনস্টাগ্রাম

২০২১ সালের গ্রীষ্মে নাটকীয় এক দলবদলে মেসি বার্সা ছেড়ে চলে যান পিএসজিতে। ফলে ২০২১–২২ মৌসুম থেকে মেসি–রোনালদোর দুজনকে ছাড়াই শুরু হয় লা লিগার পথচলা। দুজনকে ছাড়া প্রথম মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হন করিম বেনজেমা। ব্যালন ডি’অর জেতার পথে ২০২১–২২ মৌসুমে বেনজেমা লিগে গোল করেছিলেন ২৭টি।

পরের মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হন বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় আসা রবার্ট লেভানডফস্কি। ২৩ গোল। লেভার চেয়ে কম গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৃষ্টান্ত সর্বশেষ দেখা গিয়েছিল ২০০১–০২ মৌসুমে। সেবার দেপোর্তিভো লা করুনার হয়ে ২০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন দিয়েগো ত্রিস্তান।

আরও পড়ুন

চলতি মৌসুম (২০২৩–২৪) মনে করিয়ে দিচ্ছে ২০০১–০২ মৌসুমকে। সে মৌসুমের পর এবারও এখন পর্যন্ত সর্বোচ্চ ২০ গোল হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করেছেন জিরোনার আর্তেম দোভবি (২০)। ইউক্রেনিয়ান এই স্ট্রাইকারের হাতে এখনো দুই ম্যাচ বাকি। এই দুই ম্যাচে গোল করে অন্তত ২০০১–০২ মৌসুমের চেয়ে ওপরে থেকে শেষ করার সুযোগ আছে দোভবিকের।

দোভবিক যদি সবার ওপরে থেকে শেষ করেন তবে ১৪ বছর পর রিয়াল–বার্সার বাইরে অন্য কোনো ক্লাবের খেলোয়াড় সর্বোচ্চ গোলদাতা হবেন। এই দুই ক্লাবের বাইরে সর্বশেষ ২০০৮–০৯ মৌসুমে আতলেতিকো মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৩২ গোল করেছিলেন দিয়েগো ফোরলান। দোভবিকের ২০ গোলের পর গোল করায় এবার যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ভিলারিয়ালের আলেক্সান্দার সোরলোথ (১৯) ও রিয়ালের জুড বেলিংহাম (১৮)। তিনে আছেন বার্সার লেভানডফস্কি (১৭)।

এখন রিয়াল–বার্সার কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলদাতা হতে হলে পরের তিন ম্যাচে দারুণ কিছুই করে দেখাতে হবে বেলিংহাম ও লেভাকে। সে সঙ্গে প্রার্থনা করতে হবে দোভবিক যেন তাঁর নিজের তিন ম্যাচে আর কোনো গোল না করেন, নয়তো কাজটা তাঁদের জন্য আরও কঠিন হয়ে যাবে।

লিগে এ মৌসুমে সবচেয়ে বেশি গোল হ্যারি কেইনের
এক্স

ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যেও গোল করায় আশ্চর্য পতন দেখেছে লা লিগা। এই পাঁচ লিগের মধ্যে শীর্ষ গোলদাতা বিবেচনা করলে সবার নিচে লা লিগার অবস্থান। এ তালিকায় ৩৬ গোল করে সবার ওপরে হ্যারি কেইন। জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে এ গোলগুলো করেছেন কেইন।

এরপর ২৭ গোল করে দ্বিতীয় স্থানে আছেন পিএসজিকে বিদায় বলা কিলিয়ান এমবাপ্পে ও ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। আর সিরি ‘আ’র ক্লাব ইন্টার মিলানের হয়ে ২৪ গোল করা লাওতারো মার্তিনেজ আছেন তালিকার চতুর্থ স্থানে।

আরও পড়ুন

লিগ মৌসুম অবশ্য এখনো পুরোপুরি শেষ হয়নি। সব লিগেই কিছু ম্যাচ বাকি আছে। লা লিগার দলগুলোরও ৩টি করে ম্যাচ বাকি। এই ম্যাচগুলো দিয়ে দোভবিক–বেলিংহাম–লেভারা দারুণ কিছু করে অন্য কোনো লিগকে ছাড়িয়ে যেতে পারেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।