‘নিজের মতো’ এক খুদে ভক্তের সঙ্গে দেখা মেসির

খুদে ভক্ত মানুর সঙ্গে মেসিছবি : টুইটার

লিওনেল মেসি জগৎজুড়ে কম ভালোবাসা পাননি। পৃথিবীর আনাচ–কানাচ থেকে ভক্তরা তাঁকে প্রতিনিয়তই ভালোবাসা জানাচ্ছেন। তেমনই ভালোবাসা জানাতে, মেসিকে একনজর দেখতে এবং নিজের গল্প তাঁকে শোনাতে মিয়ামিতে গিয়েছিল এক খুদে আর্জেন্টাইন। মেসি তাকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন। আর্জেন্টাইন কিংবদন্তি ও খুদে সমর্থকের দেখা হওয়ার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ইন্টার মায়ামিতে মেসির শুরুটা হয়েছে দুর্দান্ত। ২ ম্যাচে এ পর্যন্ত ৩ গোল করেছেন তিনি। বোঝাই যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ফুটবলেও তাঁকে নিয়ে মাতামাতি চলবে। এর মধ্যেই সেখানে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল গতকাল ৮ বছর পূর্ণ করা মানু। ছেলেটির জন্ম আর্জেন্টিনার রিও নেগ্রো অঞ্চলের সান কার্লোসে।

মেসির সঙ্গে তার একটি মিলও আছে। ছোটবেলায় মেসি যেমন গ্রোথ হরমোন সমস্যায় ভুগেছেন, তেমনি মানুও এই রোগে আক্রান্ত। মানুর পরিবারই তার এই গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। আর এই গল্পের শুরু দুই বছর আগে, যখন হরমোনের সমস্যা মেটাতে তাঁকে ইনজেকশন নেওয়া শুরু করতে হয়েছিল। একই সমস্যায় ছোটবেলায় ইনজেকশন নিতে হয়েছিল মেসিকেও।

ছোটবেলায় গ্রোথ হরমোনজনিত সমস্যায় ভুগেছেন মেসি
ছবি : টুইটার

আর্জেন্টিনা থেকে ফ্লোরিডায় উড়ে গিয়ে মেসির দুটি ম্যাচই গ্যালারি থেকে দেখেছেন মানু। এরপর ইন্টার মায়ামির অনুশীলন সেন্টারে তার দেখা হয় মেসির সঙ্গে। দরজা দিয়ে মেসিকে বের হতে দেখেই আর্জেন্টিনার জার্সি পরা ছেলেটি দুই হাতে চোখ–মুখ ঢেকে ফেলে। আবেগ সংবরণ করতে পারেনি সে। ছুটে গিয়ে মেসিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আর্জেন্টাইন তারকা মানুর মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন। মুখের মুচকি হাসিই বলে দিচ্ছিল, এমন পরিস্থিতি মেসির জন্য নতুন না হলেও তাঁর ভালোই লাগে।

লিগস কাপে ইন্টার মায়ামিকে দুই ম্যাচ জেতানোর পর এখন ২ আগস্ট মাঠে নামার অপেক্ষায় মেসি। সেদিন লিগস কাপে শেষ ৩২ দলের রাউন্ডে মাঠে নামবে মায়ামি। তবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) কিন্তু মেসির এখনো অভিষেক হয়নি। ২০ আগস্ট শার্লট এফসির হয়ে এমএলএসে অভিষেক হবে মেসির।