রোনালদোর আচরণে তাঁর উপলব্ধি, ‘নায়কের সঙ্গে দেখা হতে নেই’

রোনালদোর ক্লাব আল নাসরের সময়টা ভালো যাচ্ছে নাছবি: টুইটার

‘হিরোর সঙ্গে দেখা হতে নেই’।

জিন ডেভিড বিগুয়েলের উপলব্ধি এটি। এখন থেকে মনেপ্রাণেই বিশ্বাস করবেন তিনি—নিজের নায়কের সঙ্গে কখনোই দেখা না করা ভালো। হঠাৎ তাঁর এমন উপলব্ধির কারণ—ক্রিস্টিয়ানো রোনালদো।

বিগুয়েল সৌদি লিগের দল আল ওয়াহদার স্ট্রাইকার। ফরাসি এই ফুটবলার মঙ্গলবার আল নাসরের বিপক্ষে ম্যাচের পর তাঁর ‘আদর্শ’ আল নাসরের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জার্সি বদল করে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু কিং কাপের সেমিফাইনালে ওয়াহদার কাছে হারের পর রোনালদো ছিলেন হতাশ ও বিরক্ত।

রোনালদো বিগুয়েলের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বা তাঁর সঙ্গে জার্সি বদল করতে চাননি, ব্যাপারটি এমন নয়। কিন্তু আল ওয়াহদার স্ট্রাইকার যতটা আন্তরিকতা নিয়ে রোনালদোর সামনে দাঁড়িয়েছিলেন, রোনালদোর কাছ থেকে সেই ধরনের আন্তরিকতা পাননি।

ফরাসি ফুটবলার ডেভিড বিগুয়েল
ছবি: এএফপি

আর এতেই মন খারাপ হয়েছে বিগুয়েলের। ফরাসি পত্রিকা লে’কিপকে তিনি বলেছেন, ‘আমার কিছুটা মন খারাপ হয়েছে।  ম্যাচের শেষে আমি রোনালদোর কাছে গিয়ে তাঁর জার্সি চাইলাম। তিনি আমার সঙ্গে হাত মেলালেন ঠিকই, কিন্তু আমার দিকে না তাকিয়েই। ওই সময় পরিস্থিতি বেশ থমথমে ছিল। আমি চুপ করে রইলাম। কারণ, আমি তাঁকে দেখেই বেড়ে উঠেছি। আমি বুঝতে পারছি, ম্যাচে হেরে তিনি খুবই হতাশ ছিলেন। তিনি একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি আমার কলেজজীবনে তাঁর খেলার ভিডিও দেখে রোমাঞ্চিত হয়েছি। তবে ওই মুহূর্ত তাঁর আচরণ আমাকে অবাক করেছে। মাঠে তিনি খুবই বিরক্ত ছিলেন। সতীর্থদের বকাঝকা করছিলেন।’

রোনালদো সৌদি প্রো লিগে ১১ ম্যাচে ১১ গোল করলেও তাঁর দল আল নাসরের অবস্থা ভালো নয়। সব হারিয়ে শূন্য হাতে মৌসুম শেষ করার শঙ্কায় আছে দলটি। রোনালদো আসার আগমুহূর্তে লিগের শীর্ষ স্থানে থাকলেও এখন তারা দুইয়ে।

সর্বশেষ মঙ্গলবার রাতে আল-ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে কিংস কাপ থেকে বিদায় নিয়েছে আল নাসর। সৌদি লিগে রোনালদোর শুরুটা সম্ভবত এর চেয়ে খারাপ হতে পারত না।

আরও পড়ুন