প্যারিসে জিতেও পিএসজিকে ফেবারিট বলছেন জাভি

রাফিনিয়ার গোল উদ্‌যাপনএএফপি

উত্থান-পতনের রুদ্ধশ্বাস ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্যারিসে পাওয়া এ জয় বার্সাকে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। এখন ঘরের মাঠে হার এড়াতে পারলেই শেষ চার নিশ্চিত হবে বার্সার। দুর্দান্ত এ জয়ের পরও পা মাটিতেই রাখছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ঘরের মাঠে দ্বিতীয় লেগে উল্টো এগিয়ে রাখলেন পিএসজিকেই।

প্যারিসে গতকাল রাতে বার্সার হয়ে জোড়া গোল করেন রাফিনিয়া। কাতালান ক্লাবটির হয়ে অন্য গোলটি করেন আন্দ্রেস ক্রিস্টিয়েনসেন। পিএসজি হয়ে গোল করেন উসমান দেম্বেলে ও ভিতিনিয়া। তবে জমে ওঠা লড়াইয়ে শেষ হাসি হাসে বার্সাই। এরপরও সেমিফাইনালের জন্য পিএসজিকেই ফেবারিট মানছেন জাভি, ‘পিএসজি এখনো ফেবারিট। বার্সেলোনায় জেতাটা কঠিন হবে।’

আরও পড়ুন

প্যারিসে নিজেদের পারফরম্যান্স নিয়ে জাভি বলেন, ‘আজ (গতকাল রাতে) আমরা ভালো খেলেছি। কারণ, আমরা রক্ষণে দারুণ জমাট ছিলাম। আমি খুবই গর্বিত। সবকিছুই ঠিকঠাক কাজ করেছে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আমাদের আরও মনোযোগী থাকার বিষয়টিতে উন্নতি করতে হবে। তবে কঠিন হয়ে ওঠা ম্যাচটি আমরা পুনরুদ্ধার করতে পেরেছি।’

আগের দুই মৌসুমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বার্সা। এবার সেই অতীত ভুলে এখন সেমিফাইনালের স্বপ্ন দেখছে ক্লাবটি। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত জাভিও, ‘আমি আশা করছি, সেই দিন গত হয়েছে। চ্যাম্পিয়নস লিগে সাম্প্রতিক সময়ে আমাদের কঠিন সময় গেছে। এই জয় দেখাল যে বার্সা এখনো বেঁচে আছে।’

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ
এএফপি

অন্যদিকে বার্সার কাছে হেরে হতাশ পিএসজি কোচ লুইস এনরিকে। তবে পরের লেগে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী এই স্প্যানিশ কোচ, ‘এই হারে আমরা খুশি নই। দ্বিতীয় লেগ আমাদের কাছে ফাইনালের মতো। এটা আমাদের লক্ষ্য। আমার কোনো সন্দেহ নেই যে আমরা কোয়ালিফাই করব। আমি বার্সেলোনাকে তাদের পারফরম্যান্স এবং জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমরা আরও ভালো করতে পারতাম এবং দ্বিতীয় লেগে আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। এরপরও আজ যা আমি দেখেছি, তাতে সন্তুষ্ট।’

আরও পড়ুন