প্রিমিয়ার লিগ ফ্যান্টাসি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন বাংলাদেশের জাওয়াদ

ইংলিশ প্রিমিয়ার লিগের ফ্যান্টাসি চ্যালেঞ্জে প্রথম বাংলাদেশের মোহাম্মদ জাওয়াদ আমিন আস-সালেকসৌজন্য ছবি

ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফ্যান্টাসি লিগে কখনো দল সাজাননি এমন ফুটবলপ্রেমী খুব কমই আছেন। শুধু ক্ল্যাসিক ফ্যান্টাসি লিগই নয়, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ফুটবল-ভক্তদের জন্য আরও দুটি ফ্যান্টাসি টুর্নামেন্ট চালু করেছে। এর একটি ফ্যান্টাসি ড্রাফট চালু হয়েছে ২০১৭ সালে। সর্বশেষ মৌসুমেই শুরু হয়েছে ফ্যান্টাসি চ্যালেঞ্জ।

সেই ফ্যান্টাসি চ্যালেঞ্জের প্রথম মৌসুমেই বাজিমাত করলেন বাংলাদেশের এক ফুটবলপ্রেমী। সারা বিশ্বের প্রতিযোগীদের হারিয়ে প্রথম হয়ে দারুণ সব পুরস্কার জিতেছেন বাংলাদেশের মোহাম্মদ জাওয়াদ আমিন আস-সালেক। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করে এখন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার আবেদন করা জাওয়াদ প্রথম হয়েছেন ১১ পয়েন্টের ব্যবধানে।

ক্ল্যাসিক ফ্যান্টাসি লিগে প্রতিটি গেমউইকেই ১১ জনের একাদশ সাজাতে হয় প্রতিযোগীকে। সেখানে আছে ওয়াইল্ড কার্ড, ফ্রি হিট, ট্রিপল ক্যাপ্টেন, বেঞ্চ বুস্ট ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চিপ।

নতুন চালু হওয়া ফ্যান্টাসি চ্যালেঞ্জটা একটু অন্য রকম। এখানে প্রতি গেমউইকেই নতুন নতুন চ্যালেঞ্জে অংশ নিতে হয়। প্রথম চারটি গেমউইক ছিল ফাইভ-এ-সাইড চ্যালেঞ্জ। প্রথম গেমউইকের চ্যালেঞ্জটা ছিল আনলিমিটেড বাজেটে পাঁচজনের দল সাজানো। ৩৮তম রাউন্ডের চ্যালেঞ্জটা ছিল প্রতিযোগীর চোখে মৌসুমের সেরা পাঁচ খেলোয়াড়কে নিয়ে দল সাজানো।

ফ্যান্টাসি চ্যালেঞ্জের চূড়ান্ত লিডার বোর্ড। সবার ওপরে জাওয়াদের নাম

৩৮ চ্যালেঞ্জেই অংশ নেওয়া জাওয়াদ পেয়েছেন ২৩৭৭ পয়েন্ট। ২৩৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন মিসরের বাহা বাসেম। আজ মুঠোফোনে জাওয়াদ প্রথম আলোকে বলেছেন, ‘শেষ গেমউইকের ম্যাচ শেষ হওয়ার পরই ম্যানুয়ালি হিসাব করেছিলাম কত পয়েন্ট পেলাম। তখনো প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে শেষ রাউন্ডের পয়েন্ট যোগ হয়নি। ঘণ্টা দুয়েক পর আমার অস্ট্রেলিয়াপ্রবাসী ভাই ফোনে আমাকে অভিনন্দন জানিয়ে বলল আমিই প্রথম হয়েছি।’

আরও পড়ুন

পরে অবশ্য প্রিমিয়ার লিগে ফ্যান্টাসি ফুটবল কর্তৃপক্ষই আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে খবরটা জানায় তাঁকে। এরই মধ্যে প্রিমিয়ার লিগের ওয়েবসাইটেও একটি সংবাদ বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানানো হয়েছে তাঁকে। কীভাবে জাওয়াদ মৌসুমজুড়ে কৌশল সাজিয়ে প্রথম হয়েছেন, সেখানে বলা হয়েছে সেই গল্পটাও।

২০১৮ সাল থেকেই নিয়মিত ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলা জাওয়াদ ফ্যান্টাসি চ্যালেঞ্জে বাজিমাত করার পেছনে বড় অনুপ্রেরণা হিসেবে একজনের নাম বিশেষ করেই বললেন, ‘দুবাইপ্রবাসী আরেফিন সতেজ ভাইকে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে বাংলাদেশের একজন পাইওনিয়ার বলা যায়। তিনি আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন দল সাজানোয়। তাঁকে ধন্যবাদ দিতেই হবে।’

আরও পড়ুন

২৭ বছর বয়সী জাওয়াদ ফ্যান্টাসি চ্যালেঞ্জ জিতে যুক্তরাজ্যে সাত দিন অবস্থান করতে পারবেন। এই সময়ে তিনি আগামী মৌসুমের দুটি প্রিমিয়ার লিগ ম্যাচও দেখতে পারবেন। ২০২৫-২৬ মৌসুমের সূচি চূড়ান্ত হওয়ার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জাওয়াদ। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত জাওয়াদ যে ওল্ড ট্রাফোর্ডে প্রিয় দলের কোনো খেলা দেখাকেই বেছে নেবেন, সেটি তো বলা যায়ই।

প্রথম হয়ে কী কী পুরস্কার জিতলেন জাওয়াদ

• ভিআইপি হসপিটালিটিতে ২০২৫-২৬ মৌসুমে দুটি প্রিমিয়ার লিগ ম্যাচ দেখার সুযোগসহ যুক্তরাজ্যে সাত রাত অবস্থান
• যুক্তরাজ্যের নির্বাচিত কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ভ্রমণ
• বিনা মূল্যে ভ্রমণ ও সাত রাত হোটেলে অবস্থান
• উবলো কানেক্টেড ঘড়ি
• অফিশিয়াল প্রিমিয়ার লিগ ক্লাব টি-শার্ট
• ইএ স্পোর্টস এফসি গেম
• ল্যাপটপ অথবা সিম ফ্রি স্মার্টফোন
• নোয়েজ-ক্যানসেলিং হেডফোন
• পারসোনালাইজড এফপিএল বান্ডল (রাকস্যাক, টি-শার্ট, ট্রাভেল মগ, থার্মাল বোতল, স্ট্রেস বল, কলম, প্যাড ও চাবির রিং)।
আরও পড়ুন