নেইমারকে সান্তোসে ফিরতে বললেন ‘পেলে’
নেইমারের দলবদলের গুঞ্জনে প্রতিনিয়ত নতুন ডালাপাল গজাচ্ছে। কখনো শোনা যাচ্ছে, সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে নেইমার যাবেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে, আবার কখনো আলোচনার কেন্দ্রে আসছে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। ইন্টার মায়ামিতে নেইমার যাওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা থাকলেও, সান্তোস একরকম উঠেপড়েই লেগেছে।
যেকোনো মূল্যে নেইমারকে ফেরাতে চায় তারা। এর মধ্যে আল হিলাল নেইমারকে সৌদি প্রো লিগে মৌসুমের দ্বিতীয় ভাগের জন্য নিবন্ধিত না করার পর সান্তোস তাঁকে দলে টানার ব্যাপারে আরও আশাবাদী হয়ে উঠেছে।
শারীরিকভাবে নেইমার এখনো শীর্ষ পর্যায়ের ফুটবল খেলার জন্য প্রস্তুত না থাকায় তাঁর নিবন্ধন করা হয়নি বলে জানিয়েছেন আল হিলাল কোচ জর্জ জেসুস। নিবন্ধিত না হওয়ার কারণে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোই শুধু খেলতে পারবেন এই ব্রাজিলিয়ান তারকা।
আর এ সুযোগ কাজে লাগিয়ে নেইমারকে অন্তত ছয় মাসের জন্য দলে পেতে চায় সান্তোস। ছয় মাস আঁতুড়ঘরে থেকে শারীরিকভাবে নেইমার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলেও বিশ্বাস তাদের। শুধু এটুকুই নয়, নেইমারকে রাজি করানোর লক্ষ্যে একটি বিশেষ ভিডিও প্রেজেন্টেশনও তৈরি করেছে তারা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো এই ভিডিওতে কথা বলতে শোনা যায় ফুটবলের রাজা ও সান্তোসের মহাতারকা পেলেকে। শুনতে পেলের কণ্ঠ মনে হলেও সেই কষ্ট মূলত ছিল এআই দিয়ে তৈরি করা। যেখানে নেইমারের কেন সান্তোসে ফেরা উচিত, সেটি ব্যাখ্যা করতে শোনা যায় পেলেকে। সান্তোসের বানানো এই ভিডিও দেখে নেইমারের বাবাসহ অন্য স্টাফরা বেশ আবেগাপ্লুত হয়েছেন বলে জানা গেছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ বলছে, নেইমারের ফেরা নিশ্চিত করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে সান্তোস। এখন নেইমারের উদ্দেশে বানানো এই ভিডিও যদি তাঁর কাছের মানুষদের স্পর্শ করে। তবে খেলোয়াড়ের সঙ্গে চুক্তিপ্রক্রিয়া এগিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছে তারা।
আপাতত পাকাপাকিভাবে না হলেও ধারে তাঁর আগমন নিশ্চিত করতে চায় ক্লাবটি। এদিকে নেইমারের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন সমর্থকেরাও। মৌসুমে সান্তোসের প্রথম ম্যাচেও ‘নেইমার বাড়ি ফিরে এসো’ বলে স্লোগান দিয়েছে তাঁরা।