বার্সেলোনায় খেলা সেরা ১০ ব্রাজিলিয়ান

রোমারিও, রোনালদো, রোনালদিনিও - বার্সা মাতিয়েছেন তিনজনইছবি : টুইটার

লিডস ইউনাইটেড থেকে প্রায় ৫ কোটি ৮০ লাখ ইউরোতে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াকে দলে টেনেছে বার্সেলোনা। এর আগে কাতালান দলটিতে অনেক ব্রাজিলিয়ান জাদুকরকেই খেলতে দেখা গেছে। গত শতাব্দীর শেষ ভাগে রোমারিও, রোনালদো, রিভালদোরা খেলেছেন। একবিংশ শতাব্দীর শুরুতে ঝিমিয়ে পড়া বার্সাকে আবার জাগানোর কাজটা নিজের কাঁধে তুলে নেন রোনালদিনিও।

মাঝে নেইমার কয়েক মৌসুম ব্রাজিলিয়ান জোগো বনিতোয় মন রাঙিয়েছেন। ফিলিপে কুতিনিও, ম্যালকমরা ব্যর্থ হলেও ক্যাম্প ন্যুতে ব্রাজিলিয়ান সাম্বার ছন্দ আবার রাফিনিয়ার পায়েই ফিরবে, এমনই বিশ্বাস লাপোর্তার। রাফিনিয়া বার্সেলোনার জার্সিতে কতটা আলো ছড়াতে পারবেন, সে উত্তর ভবিষ্যতের হাতে। এর আগে দেখে নেওয়া যাক বার্সেলোনায় খেলা সেরা ১০ ব্রাজিলিয়ান ফুটবলার কারা।

রোনালদিনহো
ছবি: রয়টার্স

রোনালদিনিও

২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন বিনোদনের খোরাক জোগানো এ মিডফিল্ডার। এই সময়ে দুটি লা লিগা শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগের সঙ্গে দুটি স্প্যানিশ সুপার কাপও জিতেছেন তিনি

দানি আলভেজ

দুই দফায় বার্সেলোনার জার্সি গায়ে তুলেছেন তাঁর সময়ের বিশ্বের অন্যতম সেরা এই রাইটব্যাক। ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলে নাম লিখিয়েছিলেন জুভেন্টাসে। এরপর দ্বিতীয় দফায় খেলেছেন ২০২১-২২ মৌসুমে। এই সময়ে তিনটি করে মহাদেশীয় শিরোপা চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতে বার্সেলোনা। এ ছাড়া ছয়টি লা লিগা শিরোপার সঙ্গে চারটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি

বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ
ফাইল ছবি

নেইমার

পিএসজিতে যোগ দেওয়ার আগে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন নেইমার। একটি করে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা। দুটি লা লিগার সঙ্গে তাঁর ঝুলিতে আছে তিনটি কোপা দেল রের ট্রফি। স্প্যানিশ সুপার কাপ জিতেছেন একটি

রোনালদো

বার্সেলোনার জার্সিতে মাত্র এক মৌসুম (১৯৯৬-৯৭) খেলে জিতেছেন একটি উয়েফা কাপ, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে শিরোপা

রোমারিও

১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত খেলে বার্সেলোনাকে একটি লা লিগা উপহার দিয়েছিলেন এ স্ট্রাইকার

বার্সেলোনার জার্সিতে মেসি–নেইমার।
ফাইল ছবি

রিভালদো

১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত খেলে দুটি লা লিগার সঙ্গে একটি করে কোপা দেল রে ও উয়েফা সুপার কাপ জিতেছেন একসময়ের অন্যতম সেরা মিডফিল্ডার

আদ্রিয়ানো

বার্সেলোনার জার্সিতে বেশ সফলই বলা যায় রক্ষণভাগ ও মাঝমাঠে সমানতালে খেলা আদ্রিয়ানোকে। চারটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি কোপা দেল রে জিতেছেন। দুটি করে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ। উয়েফা সুপার কাপ জিতেছেন একটি।

ম্যাক্সওয়েল

বার্সেলোনার জার্সিতে এই লেফটব্যাককেও সফল বলা যায়। ২০০৯ থেকে ২০১২—মাত্র তিন মৌসুম খেলে একটি করে চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপের সঙ্গে জিতেছেন দুটি লা লিগা শিরোপা, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ ট্রফিও আছে। বাদ যায়নি কোপা দেল রেও, জিতেছেন একটি।

বার্সার হয়ে দেড় মৌসুমেই বাজিমাত করেছিলেন রোমারিও
ছবি: এএফপি

জুলিয়ানো বেলেত্তি

২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন রাইটব্যাক বেলেত্তি। একটি চ্যাম্পিয়নস লিগের সঙ্গে জিতেছেন দুটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।

সিলভিনিও

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন এই লেফটব্যাক। দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি স্প্যানিশ সুপার কাপের সঙ্গে তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে জিতেছেন ব্রাজিল জাতীয় দলের এই সাবেক সহকারী কোচ