লা লিগা উৎসবের মঞ্চ থেকে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের প্রত্যয় রিয়ালের
লিগ শিরোপা নিশ্চিত হয়েছে এক সপ্তাহ আগেই। তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল আর লা লিগা থেকে অবনমিত গ্রানাদার সম্মানে ট্রফি উৎসবে একটু বিলম্বই করেছে রিয়াল মাদ্রিদ। স্পেন রাজধানীতে রিয়ালের সেই বিলম্বিত ট্রফি-উৎসব হয়ে গেল আজ।
যে উৎসবে ছাদখোলা বাসে শহর ঘুরেছেন ভিনিসিয়ুস জুনিয়র-জুড বেলিংহামরা। খেলোয়াড়দের সঙ্গে নেচেছেন কোচ কার্লো আনচেলত্তি। আর সমর্থকদের স্লোগানে, উল্লাসে মুখর হয়েছে চারপাশ। লা লিগা জয়ের উৎসব-মঞ্চ থেকে আওয়াজ উঠেছে, চ্যাম্পিয়নস লিগ জিতে আবারও উৎসবে মিলিত হতে চায় রিয়াল।
শনিবার গ্রানাদার বিপক্ষে ম্যাচের আগেই লা লিগা ট্রফি নেওয়ার কথা রিয়ালের। কিন্তু দিনের প্রথম ভাগে গ্রানাদার অবনমন নিশ্চিত হয়ে যাওয়ায় দলটির সম্মানে ট্রফি গ্রহণ পিছিয়ে দেয় রিয়াল। আজ সকালে রিয়ালের অনুশীলন ভেন্যু ভালদেবেবাসে গিয়ে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ কার্লো আনচেলত্তির হাতে লা লিগা ট্রফি তুলে দেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো রোচা।
এরপর রিয়ালের খেলোয়াড়েরা ট্রফি নিয়ে একটি ছাদখোলা বাসে চড়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে সিবেলেস স্কয়ারে পৌঁছান। সেখানে আগে থেকেই কয়েক হাজার সমর্থক জড়ো ছিলেন। স্লোগানে, নাচে উৎসবে মেতে ওঠেন সমর্থক ও খেলোয়াড়েরা। কোচ আনচেলত্তি এবং অধিনায়ক নাচো সমর্থকদের উদ্দেশে কথাও বলেন।
পরে রিয়াল মাদ্রিদ টিভিকে নাচো বলেন, ‘আমাদের সিবেলেসে যেতেই হতো। কারণ, আমরা একটা কঠিন লিগ জিতেছি। আমাদের এই সময়টা উপভোগ করতে হবে। কারণ, আরেকটা কবে জিতব, কেউ জানে না। সিবেলেসে আমার লোম দাঁড়িয়ে যাচ্ছিল। বছরজুড়ে এ স্বপ্নটাই আমি দেখে এসেছি।’
রিয়াল মাদ্রিদ লা লিগা নিশ্চিত করেছে ৪ ম্যাচ হাতে রেখে। বর্তমানে ৩৫ ম্যাচে ৯০ পয়েন্ট তাদের, দুইয়ে থাকা জিরোনা ১৫ পয়েন্ট পেছনে। মৌসুমের বড় সময়জুড়ে থিবো কোর্তোয়া, এদের মিলিতাও, ডেভিড আলাবাদের অনুপস্থিতির পরও যে পরিষ্কার ব্যবধানে শিরোপা নিশ্চিত হয়েছে, তাতে খুব খুশি টনি ক্রুস, ‘আমরা অসাধারণ একটা মৌসুম কাটিয়েছি। বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, চোটে ছিল কয়েকজন, এরপরও যে আগেভাগে বড় ব্যবধানে এগিয়ে থেকে লিগ জিতলাম, সেটা আমাদের সামর্থ্যেরই সাক্ষ্য দেয়।’
চলতি মৌসুমে আরও একটি ট্রফি জয়ের হাতছানি এখন রিয়ালের সামনে। আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল। ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের লক্ষ্য এখন এ মৌসুমেই ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দেওয়া বেলিংহামের, ‘আমাদের ওয়েম্বলিতে একটা বড় ম্যাচ আছে। আমরা সেটা জিতবও। এগিয়ে চলো মাদ্রিদ।’
রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা এবার আরও একটি ইউরোপিয়ান ট্রফির অপেক্ষায় বলে জানিয়েছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও, ‘৩৬তম লিগ ট্রফিটা হচ্ছে মুগ্ধ হওয়ার লিগ। আমাদের আরও একটা ট্রফি জিততে হবে। ১৫তম (ইউরোপিয়ান ট্রফি) জিততে আমাদের উজাড় করে দিতে হবে।’
সমর্থকেরাও ১ জুন ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস ট্রফি জিতে আবারও সিবেলেস স্কয়ারে উৎসবের স্লোগান দিয়েছেন বারবার। কারও কারও হাতে ছিল ‘১ জুনের পর আবার’ প্ল্যাকার্ড।