সুয়ারেজের অ্যাসিস্ট–বিতর্কে মাঠে নামল আইনশৃঙ্খলা বাহিনী

তাঁর অ্যাসিস্ট নিয়েই বিতর্কছবি: এএফপি

লুইস সুয়ারেজ যেখানে, বিতর্ক সেখানে! বিতর্কের শিরোনামের সঙ্গে নিজেকে জড়ানো তো তাঁর জন্য নতুন কিছু নয়। ব্রাজিলিয়ান ফুটবলেও তিনি টিকিয়ে রাখলেন সেই ধারাবাহিকতা। লিগে এস্পোর্তে ক্লুব আভেনিদার বিপক্ষে চালাকি করে করা তাঁর অ্যাসিস্টের কারণে রেফারির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন এস্পোর্তে ক্লুব আভেনিদার ফুটবলাররা। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে মাঠে নামতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও।

ইউরোপিয়ান ফুটবলে নিজের সেরা সময় কাটিয়ে ব্রাজিলিয়ান ফুটবলে পা রেখেছেন ৩৫ বছর বয়সী উরুগুয়ে তারকা। তবে ক্যারিয়ারের এই গোধূলিলগ্নে সুয়ারেজ ধূমকেতুর মতোই জ্বলে উঠেছেন। ব্রাজিলে নিজের অভিষেক ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক। ৫ ম্যাচে গোল করেছিলেন ৭টি।

সুয়ারেজ খেলছেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে
এএফপি

লিগে গ্রেমিও তাদের সর্বশেষ ম্যাচে এস্পোর্তে ক্লুব আভেনিদাকে ২-০ গোলে হারিয়েছে। সেই ম্যাচে আভেনিদার অ্যাটাকিং থার্ডে ফাউল পেয়ে যান সুয়ারেজরা। তবে রেফারির সেই সিদ্ধান্ত মানতে পারেননি আভেনিদার ফুটবলাররা। তাঁরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকেন। এর মধ্যেই সুয়ারেজ ফ্রি–কিক থেকে সতীর্থ ফ্রাঙ্কো ক্রিসতালদোকে পাস দেন। সেই পাস থেকেই গোল করেন ক্রিসতালদো। রেফারিও সেই গোল বাতিল করেননি। তাতে প্রতিপক্ষ ফুটবলারদের রোষানল আরও বাড়ে। রেফারির এমন সিদ্ধান্ত ফুঁসে ওঠা আভেনিদার ফুটবলাররা রেফারিকে ঘিরে ধরেন। আভেনিদার অধিনায়ককে হলুদ কার্ড দেখান রেফারি। আগেও একটি হলুদ কার্ড দেখায় তাঁকে মাঠ ছাড়তে হয়।

তবে ঘটনার এখানেই শেষ নয়। রেফারির দিকে তেড়ে আসেন ফুটবলাররা। হুড়োহুড়িতে রেফারির হাতে থেকে কার্ডও পড়ে যায়। লাল কার্ড দেখেন আরও একজন ফুটবলার। পরিস্থিতি আরও খারাপ হতে থাকায় মাঠে নামেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁদের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়। ৯ জনের দলে পরিণত হওয়া এস্পোর্তে ক্লুব আভেনিদার জালে আরও একবার বল জড়ায়।

লিগে ৭ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে গ্রেমিও।