পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে সালাহর প্রস্তুতি

লুঙ্গি এনগিডির অসাধারণ ক্যাচ। এক ফ্রেমে শোয়েব মালিক-শোয়েব আখতাররা। মাকে ওয়ার্নারের জন্মদিনের শুভেচ্ছা আর সালাহ-খাজাদের পবিত্র রমজানের প্রস্তুতি। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৭
অসাধারণ এক ক্যাচ লুঙ্গি এনগিডির! কাগিসো রাবাদার বলে নেওয়া যে ক্যাচে তিনি ফিরিয়েছেন জেমি ওভারটনকে।
এএফপি
২ / ৭
একসময় মাঠে ঝড় তোলা তারকারা এখন ঝড় তুলছেন পর্দায়। চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে দলগুলোর পারফরম্যান্স কাটাছেঁড়া করে সময় কাটছে শোয়েব মালিক, শোয়েব আখতার ও মোহাম্মদ হাফিজদের। অনুষ্ঠানের ফাঁকে ছবিটা তুলে পোস্ট করেছেন শোয়েব মালিক
ইনস্টাগ্রাম
৩ / ৭
মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মায়ের সঙ্গে ছবিটা পোস্ট করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার
ইনস্টাগ্রাম
৪ / ৭
এই ছবির সঙ্গে জোনাথন সুইফটের দার্শনিক লাইন জুড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। তিনি লিখেছেন, ‘দৃষ্টি হলো অদৃশ্যকে দেখার শিল্প’
ইনস্টাগ্রাম
৫ / ৭
এই ছবিতে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা
ইনস্টাগ্রাম
৬ / ৭
আরমান্দ ডুপ্লান্টিসের হাতে পোল মানেই যেন নতুন বিশ্ব রেকর্ড! তা হোক চীনের শিয়েমেন, ফ্রান্সের প্যারিস, পোল্যান্ডের সিলেসিয়া বা ফ্রান্সের ক্লেরমঁ। ইন্টারন্যাশনাল ইনডোর অ্যাথলেটিকসে গত কাল রাতে ক্লেরমঁতে আরেকটি লাফ দিলেন ডুপ্লান্টিস, গড়লেন আরেকটি বিশ্ব রেকর্ড। পোল ভোল্টে এই নিয়ে ১১ বার বিশ্ব রেকর্ড গড়লেন সুইডিশ পোল ভোল্টার। ক্লেরমঁতে তিনি লাফিয়েছেন ৬.২৭ মিটার।
এএফপি
৭ / ৭
পবিত্র রমজান মাস শুরুর উপলক্ষে ঘর সাজাচ্ছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ
ইনস্টাগ্রাম