ওয়াশিংটনে ২০২৬ বিশ্বকাপের ড্র

বিশ্বকাপ ট্রফি হাতে ডোনাল্ড ট্রাম্প। কাল হোয়াইট হাউসের ওভাল অফিসে

২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের ড্র আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তারিখ ঘোষণা করেন। এই বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে ৪৮ দল অংশ নেবে। খেলা ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। মেক্সিকো সিটিতে প্রথম ম্যাচ এবং নিউ জার্সিতে ফাইনাল অনুষ্ঠিত হবে। ড্র অনুষ্ঠানে ট্রাম্প বিশ্বকাপ ট্রফি ধরে ছবি তোলেন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে আলাপ করেন।