আজ চ্যাম্পিয়নস লিগ জিতবে কোন দল—ম্যান সিটি নাকি ইন্টার

বাজির দর বলছে—ম্যানচেস্টার সিটি। ফুটবল পণ্ডিত কিংবা সাধারণ ফুটবলপ্রেমীদের ফেবারিটও পেপ গার্দিওলার দলই। ইতিহাস আবার ইন্টার মিলানের পক্ষে। সিটি এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জেতেনি, ইন্টার এবার মাঠে নামছে চতুর্থবারের মতো ইউরোপের সেরা হতে। সিটি জিতলে ২০১২ সালের পর প্রথম নতুন চ্যাম্পিয়ন পাবে চ্যাম্পিয়নস লিগ। ২৩তম দল হিসেবে ইউরোপ জয়ের হাতছানি গার্দিওলার দলের।

পাঠক, ইস্তাম্বুলে আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল কোন দল জিতবে বলে মনে করেন—ম্যানচেস্টার সিটি, নাকি ইন্টার মিলান? আপনার মতামত জানান ভোটে।