ভুট্টার মাঠে মেসির প্রতিকৃতি

ফসলের মাঠে লিওনেল মেসির প্রতিকৃতিরয়টার্স

কেউ শরীরে আঁকিয়েছেন উল্কি, কেউ বাড়ির দেয়ালে বা ছাদে স্থাপন করেছেন ম্যুরাল। বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে এভাবেই ট্রিবিউট বা সম্মান জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল-ভক্তরা।

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া তারকার সম্মানে এবার সামনে এল নতুন ধারার ‘ট্রিবিউট’। এক আর্জেন্টাইন কৃষক ফসলের মাঠে ভুট্টায় ফুটিয়ে তুলেছেন মেসিকে। বীজ থেকে অঙ্কুরিত ভুট্টা যত বেড়ে উঠছে, বিশাল জায়গাজুড়ে মেসির অবয়ব ততই ফুটে উঠছে।

রয়টার্সের খবরে বলা হয়, ফসলের মাঠে মেসির প্রতিকৃতি তুলে ধরার কাজটি করেছেন মাক্সিমিলিয়ানো স্পিনাৎসে নামের এক কৃষক। আর্জেন্টিনার সেন্ট্রাল কর্দোবা প্রদেশের এই কৃষক বিশ্বকাপ ফাইনালের পরই মেসিকে ট্রিবিউট দেওয়ার উদ্যোগ নেন।

বিশেষ অ্যালগরিদম মেনে মাঠজুড়ে ভুট্টার বীজ বপন করেন তিনি। এক মাসে সেই বীজ অঙ্কুরোদ্‌গম হয়ে নির্দিষ্ট একটি আকার পেয়েছে। ওপর থেকে তোলা ছবিতে বোঝা যাচ্ছে মেসির চেহারাও। কৃষক স্পিনাৎসে বলেন, ‘আমার চোখে মেসি এমন একজন, যাকে হারানো যায় না। আর্জেন্টিনাও এখন বিশ্ব চ্যাম্পিয়ন। ব্যাপারটি ফসলের মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরে আমি উৎফুল্ল।’

আরও পড়ুন

ফুটবল-প্রধান দেশ হিসেবে পরিচিত আর্জেন্টিনা বিশ্বের অন্যতম শীর্ষ কৃষি উৎপাদনকারী দেশ। বর্তমানে ভুট্টা রপ্তানিতে বিশ্বে তৃতীয়। দেশটির রপ্তানি বাণিজ্যের প্রধান চালিকা শক্তিই কৃষি। যদিও বিশ্বজুড়ে খ্যাতিটা এনে দিয়েছে ফুটবল।

বুয়েনাস এইরেসের দেয়ালে বিশ্বকাপ ট্রফি হাতে মেসির ম্যুরাল
রয়টার্স

রয়টার্স জানায়, কোন বীজ কীভাবে কত দূরত্বে এবং কোন প্রক্রিয়ায় লাগালে নির্দিষ্ট কিছু ফুটিয়ে তোলা যায়, সেই কোডিং ডিজাইন করেছেন কৃষি প্রকৌশলী কার্লোস ফারিসেলি।

মেসির মুখ ফুটিয়ে তোলার কোডিংয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যেকোনো কৃষক চাইলে এই কোড আমি দিতে প্রস্তুত। ভুট্টা যখন বড় হবে, ওপর থেকে নেওয়া শটে উদ্ভিদগুলো কাছাকাছি দেখাবে, মাঠ আড়ালে চলে যাবে। তখন সবুজ রং আর উদ্ভিদের উপস্থিতি মিলিয়ে কৃষিচিত্র তৈরি হয়ে উঠবে।’