ইউরোপে কি ইংল্যান্ডের ৮ ক্লাব খেলবে

ইউরোপা কনফারেন্স লিগে উঠেছে অ্যাস্টন ভিলাছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুম শেষ হয়েছে পরশু রাতে। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের আগামী মৌসুমে কোন দলগুলো খেলবে, তা নিশ্চিত হয়ে গেছে। ইংল্যান্ড থেকে এবার ইউরোপের এই তিন প্রতিযোগিতায় সাতটি দলের অংশ নেওয়া নিশ্চিত হয়েছে।

প্রশ্ন হচ্ছে, অষ্টম দল হিসেবে ওয়েস্ট হাম ইউনাইটেডও কি ইউরোপিয়ান প্রতিযোগিতায় যেতে পারবে? সংবাদমাধ্যম জানিয়েছে, সেটি হলে প্রথমবারের মতো ইংল্যান্ড থেকে আটটি দল ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার রেকর্ড গড়বে।

আরও পড়ুন

ওয়েস্টহামের প্রসঙ্গে পরে আসা যাবে। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তাকিয়ে আগে সাত দলের হিসাব দেওয়া যাক। চ্যাম্পিয়ন ও শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পর তিনটি ক্লাব যথাক্রমে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড। এই চার দল সরাসরি জায়গা পেয়েছে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে।

এবার কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে ওয়েস্ট হাম ইউনাইটেড
ছবি: রয়টার্স

নিয়ম অনুযায়ী, প্রিমিয়ার লিগে পঞ্চম হওয়া দল ও এফএ কাপের চ্যাম্পিয়ন পরের মৌসুমে সুযোগ পায় ইউরোপা লিগে। পঞ্চম হয়ে লিভারপুল সুযোগ পেয়েছে ইউরোপায়। আর যেহেতু এবারের এফএ কাপের ফাইনালে ওঠা দুই দল ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত হয়ে গেছে, তাই পয়েন্ট তালিকার ষষ্ঠ দল ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন সুযোগ পেয়েছে ইউরোপা লিগে।

এবার সপ্তম দলের হিসাবে আসা যাক। সাধারণত ইংলিশ লিগ কাপের চ্যাম্পিয়নের জন্য বরাদ্দ কনফারেন্স লিগের জায়গা। তবে এবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড তো চ্যাম্পিয়নস লিগেই জায়গা পেয়ে গেছে। তাই ভাগ্য খুলেছে লিগে সপ্তম হওয়া অ্যাস্টন ভিলার।

আরও পড়ুন

প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থান নিশ্চিত করে অ্যাস্টন ভিলা। ইউরোপে তৃতীয় স্তরের টুর্নামেন্টের কনফারেন্স লিগের প্লে-অফে উঠেছে অ্যাস্টন ভিলা। আগস্টে দুই লেগের প্লে-অফে জিতলেই কনফারেন্স লিগের গ্রুপ পর্বে নাম লেখাবে উনাই এমেরির দল। ২০১০ সালের পর এই প্রথম ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় সুযোগ পেল ভিলা।

এবার অষ্টম হিসাবটা দেওয়া যাক, আর সেটি হবে ওয়েস্ট হাম ইউনাইটেড। এবার কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে ইংল্যান্ডের ওয়েস্ট হাম ইউনাইটেড ও ইতালির ফিওরেন্তিনা। প্রাগে ৭ জুন ফাইনালে ওয়েস্টহাম জিতলে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করবে। নিয়ম অনুযায়ী, কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন দল পরের মৌসুমে সরাসরি ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে।

আরও পড়ুন