বিশ্বে ফুটবল ক্লাবের অভাব নেই। যদি প্রশ্ন করা হয়, ট্রফি জয়ের সংখ্যায় সবচেয়ে সফল ক্লাব কোনটি? সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া একটু কঠিন। কারণ, বিশ্বখ্যাত ক্লাব আর সবচেয়ে সফল ক্লাব—দুটি কথার মধ্যে পার্থক্য আছে। বিশ্বজুড়ে খ্যাতি কুড়োলেই যে সেটি সবচেয়ে সফল ক্লাব হবে, তা নয়। যেমন রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার পরিচিতি বিশ্বজুড়ে হলেও ট্রফি জয়ের সংখ্যায় তারা সবচেয়ে সফল না–ও হতে পারে। আবার অখ্যাত কোনো ক্লাবও কেবিনেটে ট্রফির সংখ্যায় তাদের পেছনে ফেলতে পারে।
অ্যাসোসিয়েশন ফুটবলের ইতিহাস ও তথ্য–উপাত্ত সংরক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) হিসাবে ট্রফি জয়ের সংখ্যায় বিশ্বে সবচেয়ে সফল ক্লাব মিসরের আল–আহলি। ঘরোয়া জাতীয়, মহাদেশীয় ও আন্তমহাদেশীয় টুর্নামেন্টে জেতা ট্রফিসংখ্যা বিচারে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে সফল ক্লাব কোন ১০টি।
রেকর্ড ৪৫ বার মিসরের প্রিমিয়ার লিগ জিতেছে আল আহলি। জাতীয় কাপ টুর্নামেন্ট ইজিপ্ট কাপ জিতেছে ৩৯ বার এবং ইজিপশিয়ান সুপার কাপ জিতেছে ১৫ বার। অর্থাৎ জাতীয় প্রতিযোগিতায় ৯৯টি ট্রফি জিতেছে ১৯০৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। পাশাপাশি মহাদেশীয় পর্যায়ের টুর্নামেন্টে ২৫টি শিরোপা জিতেছে আফ্রিকা মহাদেশে সবচেয়ে সফল এই ক্লাব। এর মধ্যে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১২ বার শিরোপা জয়ের রেকর্ডও গড়েছে তারা। আন্তমহাদেশীয় পর্যায়েও ২টি শিরোপা আছে আল আহলির (আফ্রিকান–এশিয়ান–প্যাসিফিক কাপ ও আফ্রো–এশিয়ান কাপ)।
ইউরোপের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ট্রফি স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের। বিশ্বের যে ৮ ক্লাব ন্যূনতম ১০০টি ট্রফি জিতেছে, সেল্টিক তাদের মধ্যে একটি। নিজেদের ঘরোয়া লিগের ক্লাব রেঞ্জার্সের সঙ্গে বিশ্বে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ লিগজয়ী (৫৫) ক্লাবও সেল্টিক। এর পাশাপাশি কাপ টুর্নামেন্ট স্কটিশ কাপ ৪২ বার ও স্কটিশ লিগ কাপ জিতেছে ২২ বার। মহাদেশীয় পর্যায়ে একবারই শিরোপা জিতেছে সেল্টিক—১৯৬৭ ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়নস লিগ) ফাইনাল। ক্লাবটির জন্ম কবে জানেন, ১৮৮৭ সালে।
রেঞ্জার্সের প্রতিষ্ঠা ১৮৭২ সালে। এই ক্লাবটি স্কটল্যান্ডের শীর্ষ লিগ জিতেছে ৫৫ বার। ঘরোয়া কাপ টুর্নামেন্ট স্কটিশ কাপ জিতেছে ৩৪ বার। এ ছাড়া স্কটিশ লিগ কাপ জিতেছে ২৮ বার। অধুনালুপ্ত ইউরোপিয়ান কাপ উইনার্স কাপও ১৯৭২ সালে জিতেছে রেঞ্জার্স। স্কটিশ ফুটবলে সেল্টিক–রেঞ্জার্স ম্যাচকে বিশ্বের অন্যতম বড় ‘ডার্বি’ লড়াই হিসেবে বিবেচনা করা হয়। দুটি ক্লাবকে স্কটিশ ফুটবলে একসঙ্গে বলা হয় ‘ওল্ড ফার্ম’।
ঘরোয়া জাতীয় লিগ জয় বিচারে উত্তর আয়ারল্যান্ডের লিনফিল্ড বিশ্বের সবচেয়ে সফল ক্লাব। ৫৭ বার উত্তর আয়ারল্যান্ডের শীর্ষ লিগ জিতেছে লিনফিল্ড। ঘরোয়া কাপ টুর্নামেন্টের মধ্যে আইরিশ কাপ জিতেছে ৪৪ বার, আইরিশ লিগ কাপ জিতেছে ১২ বার এবং ৪ বার জিতেছে চ্যারিটি শিল্ড। উত্তর আয়ারল্যান্ডের সুপার কাপ প্রতিযোগিতা হলো চ্যারিটি শিল্ড।
উরুগুয়ের ক্লাব ন্যাসিওনাল তাদের শীর্ষ লিগ জিতেছে ৪৯ বার। এর বাইরে ঘরোয়া অন্যান্য প্রতিযোগিতা জিতেছে আরও ৫৩ বার। মহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে আরও ৯ ট্রফি জিতেছে ন্যাসিওনাল। এর মধ্যে অধুনালুপ্ত দে অনর জিতেছে ৪ বার ও দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেস জিতেছে ৩ বার।
আইএফএফএইচএসের বিচারে ২০০৯ সালের সেপ্টেম্বরে বিংশ শতাব্দীর সেরা দক্ষিণ আমেরিকান ক্লাব নির্বাচিত হয়েছিল উরুগুয়ের পেনারোল। মোট ৫৪ বার উরুগুয়ের শীর্ষ লিগ জিতেছে ক্লাবটি। এর বাইরে অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় ৪৪ বার শিরোপা জিতেছে পেনারোল। মহাদেশীয় প্রতিযোগিতায় ১০ বার ট্রফি জিতেছে তারা। এর মধ্যে কোপা লিবার্তোদোরেস জিতেছে ৫ বার।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব। প্রথম ফুটবল ক্লাব হিসেবে ১ বিলিয়ন ইউরো রাজস্ব আয়ের মাইলফলক অর্জনকারী ক্লাব। শুধু তা–ই নয়, সিআইএস ফুটবল অবজারভেটরি গত বছর জানিয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারীও রিয়ালের। মাঠের খেলায়ও সফল তারা। রেকর্ড ৩৬ বার জিতেছে স্পেনের শীর্ষ লিগ। মূল কাপ প্রতিযোগিতা কোপা দেল রে জিতেছে ২০ বার। স্প্যানিশ সুপার কাপসহ (১৩) অন্যান্য কাপ প্রতিযোগিতা জিতেছে ১৫ বার। ইউরোপিয়ান প্রতিযোগিতায় রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব মিলিয়ে ২৩টি শিরোপা জিতেছে রিয়াল। ৫ বার ফিফা ক্লাব কাপে চ্যাম্পিয়ন হওয়াসহ আন্তমহাদেশীয় শিরোপা জিতেছে ৯ বার।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর একটি বার্সেলোনা। মাঠের খেলায়ও তারা সফল। স্পেনের শীর্ষ লিগে বার্সা দ্বিতীয় সর্বোচ্চ ২৮ বার চ্যাম্পিয়ন। মূল কাপ প্রতিযোগিতা কোপা দেল রে জিতেছে রেকর্ড ৩২ বার। এর বাইরে আরও ২০ বার জিতেছে অন্যান্য কাপ প্রতিযোগিতা। ইউরোপিয়ান পর্যায়ে মোট ১৭টি শিরোপা বার্সার, যার মধ্যে ৫ বার জিতেছে চ্যাম্পিয়নস লিগ। আন্তমহাদেশীয় পর্যায়ে ৩ বার শিরোপা জিতেছে বার্সা।
হংকংয়ের ক্লাব। দেশটির প্রথম বিভাগ লিগ জিতেছে ৪১ বার। মূল কাপ প্রতিযোগিতা হংকং এফএ কাপ জিতেছে ১০ বার। এর বাইরে ঘরোয়া অন্যান্য জাতীয় কাপ প্রতিযোগিতা জিতেছে ৪৪ বার। হংকংয়ের দ্বিতীয় স্তরের ফুটবল লিগে ক্লাবটি প্রতিদ্বন্দ্বিতা করে।
আয়ারল্যান্ডের ফুটবলে সবচেয়ে সফল ক্লাব এটি। আইরিশ লিগ জিতেছে রেকর্ড ২১ বার এবং মূল কাপ টুর্নামেন্ট এফএআই কাপ জিতেছে রেকর্ড ২৫ বার। এর বাইরে আরও ৪৩টি জাতীয় প্রতিযোগিতার শিরোপা জিতেছে রোভার্স।