জন্মদিনে নিজেকে হ্যাটট্রিক উপহার ফয়সালের, হ্যাটট্রিক ‘বুড়ো’ এলিটারও

২২তম জন্মদিনে হ্যাটট্রিক করলেন ফয়সালছবি: সংগৃহীত

একাদশে সুযোগ পাবেন না ধরে নিয়েই গত মৌসুমে ম্যাচ দিবসের দিনটা শুরু হতো তাঁর। এবারের প্রিমিয়ার লিগেও প্রথম চার ম্যাচে আবাহনীর শুরুর একাদশে ছিলেন না। পঞ্চম ম্যাচ থেকে একাদশে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোলও করেছেন।

বাংলাদেশে প্রায় কোটি টাকা দামের ফরোয়ার্ডরা যেখানে এবারের প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে তিনটির বেশি গোল করতে পারেননি, কারও কারও নামের পাশে আবার গোলই নেই; সেখানে কিনা ‘বুড়ো’ এলিটা কিংসলির গোল হয়ে গেল দেশিদের মধ্যে সর্বোচ্চ ৭টি।

আরও পড়ুন

আগের চার গোলের সঙ্গে আজ এক ম্যাচেই গোল করেছেন তিনটি। একই ম্যাচে হ্যাটট্রিক করেন তরুণ ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমও। নিজের জন্মদিন দারুণভাবে রাঙালেন ফয়সাল।

আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী লিমিটেড
ছবি: সংগৃহীত

এ দুজনের হ্যাটট্রিকে আজ লিগের সবচেয়ে দুর্বল দল আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আগের ম্যাচেই বসুন্ধরা কিংসের কাছে হেরে লিগ লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়া আবাহনী লিমিটেড। লিগে চলতি মৌসুমে এর আগে পর্যন্ত হ্যাটট্রিক ছিল একটি, সেটি করেছিলেন মোহামেডানের ফরোয়ার্ড সোলেমানে দিয়াবাতে। সেই হ্যাটট্রিকও ছিল আজমপুর ক্লাবের বিপক্ষে।

আবাহনীর অন্য গোলটি করেছেন নাবিব নেওয়াজ। নাবিবের গোলটি দলের পঞ্চম গোল। ফয়সালের প্রথম, তৃতীয়, ষষ্ঠ। এলিটার দ্বিতীয়, চতুর্থ ও সপ্তম। প্রথমার্ধে এক গোল করা আবাহনী দ্বিতীয়ার্ধে ঝড় তোলে আজমপুরের রক্ষণে।

ময়মনসিংহে এই ম্যাচ দিয়ে প্রথম পর্ব শেষ করেছে আবাহনী। ১০ ম্যাচে পয়েন্ট ২১। সমান ম্যাচে পুরো ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। অর্থাৎ প্রথম পর্বেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে কিংস। দ্বিতীয় পর্বে খুব বড় অঘটন না হলে আবাহনীর পক্ষে শিরোপা লড়াইয়ে ফেরা প্রায় অসম্ভবই।

লিগে ৭ গোল হয়ে গেল এলিটার
ফাইল ছবি

জয় দিয়ে প্রথম পর্ব শেষ করেছে মোহামেডানও। আগের ম্যাচে ফর্টিস এএফসির সঙ্গে দুই গোলে এগিয়েও শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানে হেরেছিল তারা। এমন হারের পর কোচ শফিকুল ইসলাম মানিকের চাকরিই ঝুলে যায়। টিম ম্যানেজমেন্ট আজকের ম্যাচটা পর্যন্ত দেখে সিদ্ধান্ত নিতে চেয়েছিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মুন্সিগঞ্জে রহমতগঞ্জকে ১–০ গোলে হারিয়েছে মোহামেডান। কোচ মানিককে হাতে তিনটি পয়েন্ট তুলে দিলেন শাহরিয়ার ইমন। ম্যাচের সপ্তম মিনিটে ইমন করেছেন ম্যাচের একমাত্র গোলটি।

আরও পড়ুন

রাজশাহীতে দিনের তৃতীয় ম্যাচে শেখ জামালের সঙ্গে জয় দেখতে দেখতে শেষ পর্যন্ত ১–১ গোলে ড্র করেছে নবাগত ফর্টিস। ১৯ মিনিটে আফগান ফরোয়ার্ড আমিরুদ্দিনের গোলে ফর্টিস এগিয়ে যায় ১–০–তে। যোগ করা সময়ে নদিরবেকের গোলে কোনোমতে হার এড়ায় মারুফুল হকের শেখ জামাল।

জয় দিয়ে প্রথম পর্ব শেষ করেছে মোহামেডানও
ছবি: সংগৃহীত

লিগে ১০ ম্যাচে ফর্টিসের এটি ষষ্ঠ ড্র। বাকি ৪ ম্যাচে দুটি করে জয় ও হার। ১২ পয়েন্ট নিয়ে নবাগত দলটি তালিকার সপ্তম স্থানে। সমান পয়েন্ট পাওয়া মোহামেডান আছে ছয়ে।