সস্তা হয়ে পড়েছেন রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেড তারকাফাইল ছবি: এএফপি

ক্যারিয়ারে কি সবচেয়ে বাজে সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো? প্রশ্নটা এখন উঠতেই পারে। পর্তুগিজ তারকা দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার আগে তাঁর ক্যারিয়ারে কখনো বাজে সময় কেটেছে কি না, সন্দেহ!

সব সময় বিশ্বসেরাদের কাতারেই নিজেকে রেখেছেন রোনালদো। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে ইউনাইটেডের হয়ে অভিষেকের পর থেকেই সে সময়টা অতীত হতে শুরু করে। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন ক্যারিয়ার–সায়াহ্নে, এ কথা বললে খুব বেশি আপত্তি ওঠার কথা নয়। আর তাই একসময়কার চড়া দামের রোনালদো দলবদলের বাজারে এখন কিছুটা সস্তা হয়ে পড়বেন, সেটাই তো স্বাভাবিক।

আরও পড়ুন

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার বেশির ভাগ ম্যাচের শুরুতে বেঞ্চেই দেখা গেছে রোনালদোকে। গোল মাত্র ১টি, সব প্রতিযোগিতা মিলিয়ে ২টি। বেঞ্চ গরম করায় ইউনাইটেড কোচ এরিক টেন হাগের সঙ্গে সম্পর্কও ভালো যাচ্ছে না রোনালদোর।

টটেনহামের বিপক্ষে বেঞ্চ থেকে নামার কথা বলায় কোচের নির্দেশ অমান্য করে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন রোনালদো। শাস্তিস্বরূপ চেলসির বিপক্ষে ইউনাইটেডের ম্যাচের স্কোয়াডে তাঁকে রাখা হয়নি। দলবদলের বাজারে রোনালদোর এমন আচরণের নেতিবাচক প্রভাব পড়াই স্বাভাবিক।

২০০৯ সালে ৯ কোটি ৬০ লাখ ইউরোয় ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। সেটি ছিল তখন রিয়ালের ইতিহাসে সবচেয়ে দামি দলবদল। মাদ্রিদের ক্লাবটিতে দুর্দান্ত খেলায় ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালে রোনালদোর দাম বেড়ে ১২ কোটি ইউরো হয়েছিল বলে জানিয়েছে দলবদল নিয়ে হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট। এ কারণেই ২০১৮ সালে রোনালদোকে কিনতে ১১ কোটি ২০ লাখ ইউরো খরচ করতে হয়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে।

গত বছর সেই রোনালদোকেই ২ কোটি ৩০ লাখ ইউরোয় ফিরিয়ে আনে ম্যানচেস্টার ইউনাইটেড। এই অঙ্কটা তাঁর বয়স বেড়ে যাওয়া এবং পারফরম্যান্স নেমে যাওয়ারই প্রতিফলন।

আরও পড়ুন

কিন্তু ইউনাইটেডে এবারের মৌসুমে রোনালদোর অবস্থা যাচ্ছেতাই। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি লিগে এ পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে, যার মধ্যে ৮টিতে মাঠে নেমেছেন রোনালদো। কিন্তু প্রথম একাদশের হয়ে মাত্র দুই ম্যাচ খেলায় মাঠে বেশিক্ষণ দেখা যায়নি পর্তুগিজ তারকাকে—৩৪০ মিনিট মাঠে ছিলেন। খেলার জন্য কম সময় পাওয়া, গোল–খরা ও ক্লাবে অসন্তোষ—এসব মিলিয়ে বেশ পড়ে গেছে রোনালদোর দাম।

ইউনাইটেডে সময়টা ভালো যাচ্ছে না রোনালদোর
ফাইল ছবি: রয়টার্স

ট্রান্সফারমার্কেট জানাচ্ছে, এই মুহূর্তে রোনালদোর দাম মাত্র দুই কোটি ইউরো। গত বছরের জুনেই যে খেলোয়াড়ের দাম ছিল সাড়ে চার কোটি ইউরো, এ সময়ের মধ্যে সেই খেলোয়াড়ের দামই কমে গেছে অর্ধেকের বেশি। ইউনাইটেডের বর্তমান স্কোয়াডে সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে ১৫তম রোনালদো।

৮ কোটি ৫০ লাখ ইউরো দাম নিয়ে সবার ওপরে রোনালদোরই স্বদেশি পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। সাড়ে সাত কোটি ইউরো দাম নিয়ে দুইয়ে অ্যান্তনি ও জেডন সানচো। আর প্রিমিয়ার লিগের সব খেলোয়াড়ের মধ্যে দামে রোনালদোর অবস্থান ১৭১তম।

আরও পড়ুন

২০১৮ সাল থেকে, মানে রিয়াল ছাড়ার পর থেকেই দাম পড়ছে রোনালদোর। ২০১৮ সালের জানুয়ারিতে তাঁর দাম ছিল ১২ কোটি ইউরো। পরের বছরের ডিসেম্বরে তা নেমে আসে সাড়ে সাত কোটি ইউরোয়। ২০২০ সালের আগস্টে দাম ছিল ছয় কোটি ইউরো।

পরের বছরের জুনে দাম কমে দাঁড়ায় সাড়ে চার কোটি ইউরো আর গত সেপ্টেম্বরে তা নেমে আসে দুই কোটি ইউরোয়। প্রশ্ন হচ্ছে, এখন রোনালদোর যে দাম, তাঁর ক্যারিয়ারে কখনো কি এর চেয়ে কম দাম দেখা গেছে? হ্যাঁ, ২০০৪ সালে ১৯ বছর বয়সী রোনালদোর দাম ছিল ১ কোটি ৮০ লাখ ইউরো।