প্রথমার্ধ শেষে মদরিচ–কাসেমিরোর জার্সি বদল

জার্সি বদল করলেন মদরিচ–কাসেমিরোছবি: টুইটার

ফুটবল মাঠে খেলা শেষে জার্সি অদলবদল দৃশ্যটা বেশ পরিচিত। প্রতিপক্ষের পছন্দের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করে অনেককে আপ্লুত হতেও দেখা যায়। তবে প্রথমার্ধ শেষেই জার্সি বদল করার দৃশ্য খুব একটা পরিচিত নয়।

আজ অবশ্য তেমনই এক দৃশ্যের জন্ম দিয়েছেন ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদরিচ ও ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে প্রথমার্ধ শেষেই জার্সি বদল করেছেন তাঁরা।

মদরিচ ও কাসেমিরোর সম্পর্কটা অবশ্য বেশ পুরোনো। কদিন আগেও একই ক্লাবের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তাঁরা। রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক শিরোপা জয়ের সারথিও তাঁরা। এরপর মৌসুমের শুরুতে অবশ্য রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। আজ অবশ্য জাতীয় দলের জার্সিতে একে অপরের বিপক্ষে লড়ছেন তাঁরা। লক্ষ্য একটাই—নিজ দলকে সেমিফাইনালে তোলা।

মদরিচ ও কাসেমিরো
ছবি: রয়টার্স

দুর্লভ হলেও প্রথমার্ধে জার্সি বদলের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চেলসিতে খেলার সময় এডেন হ্যাজার্ড এবং পিএসজিতে খেলার সময় আনহেল দি মারিয়া প্রথমার্ধ শেষে জার্সি বদল করে আলোচনায় এসেছিলেন।

এ নিয়ে হ্যাজার্ডের ওপর খেপেছিলেন চেলসি সমর্থকেরা। সে সময় চেলসি কোচ গাস হিডিংকও বলেছিলেন, প্রথমার্ধ শেষে জার্সি বদল করা ঠিক নয়। এ ছাড়া প্রথমার্ধ শেষে জার্সি বদল করে আলোচনার জন্ম দিয়েছিলেন স্যামুয়েল ইতো এবং সাদিও মানের মতো তারকা।

এদিন এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে লড়াইটা হয়েছে সমানে সমান। দুই দলই চেষ্টা করেছে এগিয়ে যাওয়ার। সুযোগও এসেছিল দুই দলের সামনে। তবে গোলের দেখা পায়নি কেউই। তবে গোল না পেলেও মদরিচ প্রথমার্ধে খেলেছেন দারুণ। নিখুঁত পাসের হার ছিল ৯৫ শতাংশ। বল স্পর্শ করেছেন ৪৫ বার। পাস সম্পন্ন করেছেন ৩৫টি। গ্রাউন্ড দ্বৈরথ জিতেছেন তিনবার। এ ছাড়া দুটি লং বল দিয়েছেন এবং ট্যাকল জিতেছেন একটি।