ম্যান সিটিতে ইউনাইটেডের ‘ফার্গুসন’ হতে চান না গার্দিওলা

পেপ গার্দিওলা ‘ফার্গুসন’ হতে চান নাছবি: এএফপি

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন পেপ গার্দিওলা। ২০১৬ সালে কোচ হয়ে আসার পর ইতিহাদের ক্লাবটিকে এখন পর্যন্ত ৪টি লিগ শিরোপা এনে দিয়েছেন এই কোচ। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চেও দলকে নিয়ে গিয়েছিলেন শিরোপার কাছাকাছি অবস্থানে। যদিও শেষ পর্যন্ত ট্রফি নিয়ে ঘরে ফেরা হয়নি। এবারও লিগ দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে গার্দিওলার দল। চ্যাম্পিয়নস লিগকেও বরাবরের মতো পাখির চোখ করেছে তারা।

তবে দারুণ সাফল্যের পরও কোনো কিছুকে নিশ্চিত ধরে নিতে নারাজ ম্যান সিটি বস। বলেছেন, যখনই মনে হবে কোনো ভুল হচ্ছে বা ফল আসছে না, তাৎক্ষণিকভাবে বিদায় বলে দেবেন। যেভাবে স্যার আলেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডে এবং আর্সেন ওয়েঙ্গার আর্সেনালে থেকে গিয়েছিলেন, সেভাবে পড়ে থাকবেন না বলেও জানিয়েছেন এই স্প্যানিশ কোচ। এমনকি চুক্তি কদিন বাকি আছে, সেসব নিয়েও তখন আর ভাববেন না।

গার্দিওলার ম্যানচেস্টার সিটি শিরোপার দৌড়ে বেশ ভালোমতোই আছে
ছবি: এএফপি

কোন পরিস্থিতিতে ক্লাবকে বিদায় জানাতে পারেন, সে ব্যাখ্যা দিতে গিয়ে গার্দিওলা বলেছেন, ‘যে মুহূর্তে আমার মনে হবে কোনো কিছু ভুল হচ্ছে, আমি পদত্যাগ করব কিংবা আমার চুক্তি নবায়ন করব না। আমি ফার্গুসন কিংবা ওয়েঙ্গারের মতো থেকে যাব না। চুক্তি এখানে শুধুই একটা কাগজ।’

শুধু চুক্তির শর্তের জন্য ক্লাবে থেকে যাবেন না জানিয়ে গার্দিওলা আরও জানিয়েছেন, ‘আমি ক্লাবের সঙ্গে থাকার প্রতিজ্ঞাটাকে দীর্ঘয়িত করছি, কারণ আমার মনে হচ্ছে ক্লাব আমার অধীনে এখনো ভালো করতে পারে। শেষ পর্যন্ত সবকিছুই হচ্ছে ফলকেন্দ্রিক। যদি আমরা একে অপরের ওপর ক্লান্ত হয়ে পড়ি, তবে শুধু চুক্তির জন্য আমি থেকে যাব না।’