রুডিগারের গোলে শীর্ষেই থাকল রিয়াল মাদ্রিদ

রুডিগারের গোলের উৎস ছিল লুকা মদরিচের কর্নারএক্স/রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ ১: ০ মায়োর্কা

প্রথমার্ধের প্রায় পুরোটাজুড়ে দাপট দেখাল রিয়াল মাদ্রিদ, কিন্তু গোলের সবচেয়ে ভালো সম্ভাবনা তৈরি করেছে মায়োর্কা। দ্বিতীয়ার্ধেও বজায় থাকল একই ধারা। মায়োর্কার দুর্ভাগ্য, একবার ক্রসবার আরেকবার পোস্ট বাধা হয়ে দাঁড়ানোয় বলে জালে যায়নি।

মায়োর্কার কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার রাতে রিয়াল মাদ্রিদ মাঠ ছেড়েছে জয় নিয়েই। এই দলটির বিপক্ষে ঘরের মাঠে গড়ে ৩.৪টি গোলের অতীত থাকলেও এবার জয় এসেছে ১-০ স্কোরলাইনের স্বল্প ব্যবধানে। ম্যাচের ৭৮তম মিনিটে গোলটি করেছেন আন্তোনিও রুডিগার।

এই জয়ের সুবাদে লিগ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয় স্থানে থাকা জিরোনা যদি আতলেতিকো মাদ্রিদকে হারায়ও, গোল ব্যবধানে এগিয়ে থাকবে রিয়ালই।

বার্নাব্যুতে পাওয়া জয়টি ছিল ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের টানা ১৯তম অপরাজিত ম্যাচ। এর আগে ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৯ ম্যাচ অপরাজিত ছিল আনচেলত্তির দল।

প্রথমার্ধে রিয়ালের হয়ে দুইবার গোলের সম্ভাবনা জাগান ভিনিসিয়ুস জুনিয়র। একটি ২১তম মিনিটে, মদরিচের কাছ থেকে বক্সে বল পেয়ে। যদিও শট লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়টি ৩৭তম মিনিটে, এটি লক্ষ্যে থাকলেও গোল হয়নি মায়োর্কা গোলকিপার প্রেদ্রাগ রাইকোভিচের দৃঢ়তায়। বক্সের বাইরের এক ডিফেন্ডারকে দারুণভাবে ফাঁকি দিয়ে বল সামনে এগিয়ে নিয়ে জোরালো শট নেন জাল লক্ষ্য করে। কিন্তু ঝাঁপিয়ে সেটি রুখে দেন মায়োর্কা গোলকিপার।

আরও পড়ুন

৪২তম মিনিটে খেলার ধারার বিপরীতে গোলের সম্ভাবনা তৈরি করে মায়োর্কা। আন্তোনিও সানচেজ যে হেড নেন, সেটি আটকানোর সুযোগ ছিল না রিয়াল গোলকিপারের। তবে বল ক্রসবারে লেগে প্রতিহত হলে হতাশায় পুড়তে হয় দলটিকে।

বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে আরও একবার হতাশায় মুখ ঢাকেন মায়োর্কা খেলোয়াড়েরা। প্রায় ২৫ গজ দূর থেকে সামু কস্তার জোরালো শট আটকে যায় পোস্টে লেগে।

রিয়ালকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছিল মায়োর্কা।
এক্স/রিয়াল মাদ্রিদ

এই অর্ধে গোল না হওয়ার হতাশায় পোড়ে রিয়াল মাদ্রিদও। ৬৯তম মিনিটে রদ্রিগোর শট ঝাঁপিয়ে রুখে দিয়েছিলেন মায়োর্কা গোলকিপার। খুব কাছে থাকা ব্রাহিম দিয়াজ হেড নিলে বল পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত রিয়ালের অপেক্ষার অবসান হয় ৭৮তম মিনিটে। মদরিচের কর্নার থেকে লাফিয়ে হেড করে ব্যবধান ১-০ বানিয়ে দেন রুডিগার। ২০২২ সালে রিয়ালে যোগ দেওয়ার পর লা লিগায় এটি তাঁর দ্বিতীয় গোল।

১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল এখন শীর্ষে। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট দ্বিতীয় স্থানে জিরোনা। আতলেতিকো মাদ্রিদ ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনা চারে অবস্থান করছে।