টাইব্রেকারের প্রথম রোমাঞ্চ ও মেসির কোয়ার্টার ফাইনাল–প্রস্তুতি

বিশ্বকাপের শেষ ষোলোর খেলা চলছে। এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের চার দল। আজ রাতেই নির্ধারিত হয়ে যাবে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ফ্রান্সের সঙ্গী হচ্ছে কোন দুটি দল—জাপান না ক্রোয়েশিয়া, ব্রাজিল না দক্ষিণ কোরিয়া। কাল ঠিক হবে আরও দুই দলের ভাগ্য। বিশ্বকাপ মানেই নানা আবেগের ছড়াছড়ি, নানা দৃশ্যপটে গাঁথা মালা। তাঁরই কয়েকটি দৃশ্যপট নিয়ে দেখুন আমাদের বিশ্বকাপের ছবির গল্প..
১ / ১১
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার তারকা সং হিউং মিনের প্রস্তুতি।
ছবি: রয়টার্স
২ / ১১
শেষ ষোলোতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। অনুশীলনে দারুণ ব্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো।
ছবি: রয়টার্স
৩ / ১১
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ চোট কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার।
ছবি: রয়টার্স
৪ / ১১
জাপান-ক্রোয়েশিয়া ম্যাচে গ্যালারিতে এক দল জাপানি দর্শক।
ছবি: রয়টার্স
৫ / ১১
ক্রোয়েশিয়ান সমর্থক এই নারী এরই মধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন কাতারে। এক কাতারি দর্শক তাঁর সঙ্গে সেলফি তোলার সুযোগটা ছাড়লেন না।
ছবি: রয়টার্স
৬ / ১১
জাপান-ক্রোয়েশিয়া ম্যাচে জাপানের গোলের মুহূর্ত।
ছবি: রয়টার্স
৭ / ১১
ক্রোয়েশিয়ার খেলা দেখতে এসেছেন ক্রোয়েশিয়ান প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেনকোভিচ।
ছবি: রয়টার্স
৮ / ১১
পেরিসিচের গোলে জাপানের বিপক্ষে সমতা ফেরাল ক্রোয়েশিয়া। এবারের বিশ্বকাপে এই প্রথমবারের মতো কোনো ম্যাচ অতিরিক্ত সময় ও টাইব্রেকার দেখল।
ছবি: রয়টার্স
৯ / ১১
গ্যালারিতে জাপান ও ক্রোয়েশিয়ার দর্শকেরা।
ছবি: রয়টার্স
১০ / ১১
আর্জেন্টিনার অনুশীলনে মেসি।
ছবি: রয়টার্স
১১ / ১১
জাপান–ক্রোয়েশিয়া ম্যাচের নিষ্পত্তি হলো টাইব্রেকারে।
ছবি: রয়টার্স