বাংলাদেশের ফুটবলে আবারও বেটিংয়ের কালো থাবা, দুটি ক্লাবকে বড় শাস্তি বাফুফের

বড় শাস্তিই দিয়েছে বাফুফেপ্রতীকী ছবি

গত বছর বেটিংয়ে জড়িত থাকায় বড় শাস্তি পেয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু বেটিং শেষ হয়ে যায়নি দেশের ফুটবলে। বরং তা ডালপালা মেলেছে।

তারই জেরে প্রিমিয়ার লিগ থেকে সদ্য নেমে যাওয়া উত্তর বারিধারা ক্লাব ও চ্যাম্পিয়নশিপ লিগের দল কারওয়ান বাজার প্রগতি সংঘকে বড় শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

লাইভ বেটিং, স্পট ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন, অনলাইন বেটিংয়ে জড়িত অভিযোগের প্রমাণ পাওয়া গেছে ক্লাব দুটির বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে গতকাল বাফুফের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উত্তর বারিধারা ক্লাবকে দুই ধাপ নিচে অর্থাৎ দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। দলটিকে সেখানে থাকতে হবে দুই বছর।

উত্তর বারিধারাকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে
ছবি: বাফুফে

সেই সঙ্গে তাদের ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। ক্লাবটির পাঁচ খেলোয়াড়—সাইফুল ইসলাম, আরিফ খান জয়, ফজিলভ, রাশেদ হোসেন ও সাইদ মোহামেদকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

কারওয়ান বাজার প্রগতি সংঘকে দুই ধাপ নিচে অর্থাৎ তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে দুই বছরের জন্য। এই ক্লাবকেও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্লাবটির ৬ খেলোয়াড়কে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ক্লাবটির ৩ কর্মকর্তা ৫ বছর নিষিদ্ধ। এ ছাড়া সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দলের ম্যানেজার ইস্কাটন মীর্জা ফুটবলে আজীবন নিষিদ্ধ থাকবেন। উল্লিখিত সিদ্ধান্তগুলো বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ছে আজ।