তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে কি বাজল চ্যাম্পিয়নস লিগের সংগীত

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে কেন চ্যাম্পিয়নস লিগের সংগীত!ছবি: এএফপি ও রয়টার্স

শনিবারে বেজে উঠল চ্যাম্পিয়নস লিগের গান! ফুটবলপ্রেমীদের কেউ কেউ প্রশ্ন করতে পারেন—এ আবার কেমন কথা! শনিবার কেন বাজবে চ্যাম্পিয়নস লিগের সংগীত। আজ শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বেজেছে চ্যাম্পিয়নস লিগের থিম সংয়ের সুর। এখন প্রশ্ন করতে পারেন, কেন? ওয়েস্টমিনস্টার অ্যাবেতে চ্যাম্পিয়নস লিগের সংগীতের মূর্ছনার কারণ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক।

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে কেন চ্যাম্পিয়নস লিগের সংগীত—এ প্রশ্ন কেউ করতেই পারেন। ফুটবলের সঙ্গে ব্রিটিশ রাজার অভিষেকের সম্পর্ক কী? চার্লসের রাজ্যাভিষেকে বাজানো ‘জাডক দ্য প্রিয়েস্ট’ সুরটি তৈরি করেছেন হ্যানডেল। সেটা অষ্টাদশ শতকে। ১৭২৭ সালে রাজা দ্বিতীয় জর্জের অভিষেকে এই সুর বাজানো হয়েছিল ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। তখন চ্যাম্পিয়নস লিগের জন্মও হয়নি।

এই সুর ব্রিটিশ রাজ্যভিষেকে সর্বশেষ বাজানো হয়েছিল ১৯৫৩ সালে। সেবার রাজ্যাভিষেক হয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের। পরে হ্যানডেলের সুরটিকে চ্যাম্পিয়নস লিগ থিম সংয়ের সুর হিসেবে নেওয়া হয়েছে বলেই মনে করেন অনেকে।

শুরুতে হ্যানডলের করা ‘জাডক দ্য প্রিয়েস্ট’ সুরটির কোনো লিরিক ছিল না। পরে অবশ্য সুরের সঙ্গে মিল করে কথা বসানো হয়। আর ১৯৯২ সালে চ্যাম্পিয়নস লিগের থিম সংয়ের লিরিক লেখেন টনি ব্রিটেন।

২০২০ সালে টনি ব্রিটেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কেউ কেউ বলে সুরটি হ্যানডেলের সুর থেকে নেওয়া। আসলে তা নয়।’ তবে কোনো লিরিক ছাড়া চার্লসের রাজ্যাভিষেকে বাজানো সুর আর চ্যাম্পিয়নস লিগের থিম সংয়ের সুর একই!