মরিনিওকে নিয়ে তুরস্কে তোলপাড়

ফেনারবাচে কোচ জোসে মরিনিওএএফপি

কোচ জোসে মরিনিওর ‘ব্যক্তিগত অধিকারে আক্রমণের’ অভিযোগে গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে মামলা করেছে তুর্কি লিগের দল ফেনারবাচে। ক্লাবটির পক্ষ থেকে গতকাল এ খবর জানানো হয়।

গত সোমবার ‘ইস্তাম্বুল ডার্বি’তে মুখোমুখি হয় ফেনারবাচে–গ্যালাতাসারাই (০–০)। ম্যাচ শেষে ফেনারবাচে কোচ মরিনিওর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তোলে গ্যালাতাসারাই। প্রতিপক্ষের বেঞ্চ ‘বানরের মতো লাফাচ্ছিল’—এই মন্তব্য করার মধ্য দিয়েছে মরিনিও ‘স্পষ্টতই অমানবিক উপমা’ দিয়েছেন বলে ক্লাবটির পক্ষ থেকে বিবৃতিতে দাবি করা হয়।

আরও পড়ুন

ফেনারবাচে তাদের কোচের বিরুদ্ধে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ক্লাবটির দাবি, মরিনিওর এই মন্তব্যকে ‘ইচ্ছাকৃতভাবে প্রাসঙ্গিকতার বাইরে নিয়ে বিকৃত করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’। গতকাল ফেনারবাচে জানিয়েছে, ৫২ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করে তারা আদালতে মামলা করেছে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কোচ জোসে মরিনিওর ব্যক্তিগত অধিকারে আক্রমণের পরিপ্রেক্ষিতে ফেনারবাচে স্পোর্টস ক্লাবের আইনজীবীরা গ্যালাতাসারাই স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ১৯ লাখ ৭ হাজার তুর্কি লিরা নৈতিক ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে।’ ফেনারবাচে ১৯০৭ সাল প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠা সালের সঙ্গে মিল রেখে নৈতিক ক্ষতিপূরণের অঙ্ক ধার্য করেছে ক্লাবটি।

জরিমানার মুখোমুখি হয়েছেন মরিনিও
এএফপি

এর আগে গ্যালাতাসারাই অভিযোগ করে, মরিনিও ‘তুর্কিদের বিরুদ্ধে ক্রমাগত অবমাননাকর কথা বলছেন’ এবং ‘বর্ণবাদী মন্তব্যে’র মাধ্যমে প্রাথমিক মাত্রার অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়েছেন।

ফেনারবাচে–গ্যালাতাসারাই ম্যাচটি পরিচালনা করেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। এই ম্যাচের জন্য দুই দলই বিদেশি রেফারি চেয়েছিল। কিন্তু চতুর্থ অফিশিয়াল ছিলেন তুর্কি, ম্যাচ শেষে মরিনিও সেই রেফারির সমালোচনা করেন। পর্তুগিজ এই কোচ জানান, ম্যাচ শেষে তিনি রেফারিদের ড্রেসিংরুমে গিয়ে চতুর্থ রেফারিকে বলেছেন, ‘তুমি রেফারি হলে এই ম্যাচে বিপর্যয় নেমে আসত।’ ভিনচিচের প্রশংসা করে তাঁর ম্যাচ পরিচালনাকে ‘শীর্ষসারির পারফরম্যান্স’ও বলেন মরিনিও।

আরও পড়ুন

তুর্কি ফুটবল ফেডারেশন এ জন্য গত বৃহস্পতিবার মরিনিওকে চার ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৪৪ হাজার ডলার জরিমানা করে।

গত বছর রোমা ছেড়ে তুর্কি লিগের দল ফেনারবাচের কোচের দায়িত্ব নেন মরিনিও। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ মৌসুমের শুরুতেও নিষিদ্ধ হয়েছিলেন। এর পাশাপাশি জরিমানাও গুনতে হয়। কারণ? লিগ কর্তৃপক্ষ ও স্থানীয় ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন।

দ্রগবা চেলসিতে থাকতে ক্লাবটির কোচ ছিলেন মরিনিও
রয়টার্স

তবে মরিনিও কিন্তু পাশে লোকজন পাচ্ছেন। তাঁর বিরুদ্ধে গ্যালাতাসারাইয়ের তোলা বর্ণবাদী মন্তব্যের অভিযোগ মেনে নেননি চেলসির সাবেক স্ট্রাইকার এবং ইংলিশ ক্লাবটিতে মরিনিওর সাবেক শিষ্য দিদিয়ের দ্রগবা। গ্যালাতাসারাইয়েও খেলেছেন আইভরিকোস্টের সাবেক এই স্ট্রাইকার। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখা হয়, ‘আমি যখন বলি, জোসেকে ২৫ বছর ধরে চিনি এবং সে বর্ণবাদী নয়, ঐতিহাসিকভাবে এর প্রমাণও আছে, তখন কথাটা বিশ্বাস করুন। আসুন, ম্যাচে মনোযোগ দিই, অসাধারণ লায়নদের সমর্থন দিই এবং লিগটা জিতি। আমার “বাবা” কীভাবে বর্ণবাদী হতে পারেন?’

২৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে গ্যালাতাসারাই। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ফেনারবাচে।