নেইমার কি খেলবেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে

আগামীকাল বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে বেঞ্চের দল নামিয়ে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারের দুঃস্বপ্ন পেছনে ফেলে অনুশীলনে ফুরফুরে মেজাজেই দেখা গেল ব্রাজিল দলকে। এই ম্যাচে নেইমার কি খেলতে পারবেন? অনুশীলনে ছিলেন তিনিও। ক্যামেরুনের বিপক্ষে গ্যালারিতে বসে দলের হার দেখেছেন। শেষ ষোলোর ম্যাচে নেইমার মাঠে নেমে আবারও ব্রাজিল সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান। ছবিতে দেখুন ব্রাজিলের অনুশীলনের কয়েকটি মুহূর্ত—
১ / ১০
শেষ ষোলোর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ব্রাজিল কি কিছুটা নিশ্চিন্ত? এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে যা হলো, কোনো দলকে নিয়েই কি নিশ্চিন্ত হওয়ার উপায় আছে! দক্ষিণ কোরিয়া তো যোগ্য দল হিসেবেই উঠেছে শেষ ষোলোতে, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে। তাদের বিপক্ষে সাবধানী হতেই হচ্ছে তিতের দলকে।
ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন
২ / ১০
অনুশীলনে রিচার্লিসনের সঙ্গে মার্কিনিওস। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল পেতে রিচার্লিসনকে নিতে হবে বড় ভূমিকা।
ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন
৩ / ১০
চোট কাটিয়ে উঠছেন নেইমার। অনুশীলনে তাঁকে দেখা গেল বল পায়ে কারিকুরি করতে।
ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন
৪ / ১০
অনুশীলনে গা গরম করছেন আন্তনি, ব্রেমের, ফ্রেড ও ফাবিনিও (বাঁ থেকে)।
ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন
৫ / ১০
চোট কাটিয়ে অনুশীলনে এসেছেন নেইমার। কোচ তিতে স্বাগত জানালেন ব্রাজিলীয় তারকাকে।
ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন
৬ / ১০
অনুশীলনে দারুণ ফুরফুরে নেইমার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষেই মাঠে নামবেন?
ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন
৭ / ১০
ব্রাজিলের অনুশীলনে পাকেতা।
ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন
৮ / ১০
লক্ষ্যভেদের অনুশীলনে রাফিনিয়া
ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন
৯ / ১০
বল নিয়ন্ত্রণের অনুশীলন করতে করতেই কাসেমিরোকে কী যেন বলছেন রাফিনিয়া।
ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন
১০ / ১০
বাইসাইকেল কিক নয়, সাধারণ শটই অনুশীলন করতে দেখা গেল রিচার্লিসনকে।
ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন