আজ রাতে রোনালদোর আরেকটি রেকর্ড ভাঙতে পারেন মেসি
ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল, জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোল—ক্রিস্টিয়ানো রোনালদোকে গোলের রাজা বলতেই পারেন যে কেউ। যদি কেউ আবার তাঁকে ফুটবলে রেকর্ডের বরপুত্র বলেন, সেটাও ভুল হবে না । কদিন আগে যে আরও একটি গোলের রেকর্ড তাঁর অধিকারে ছিল—ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি গোল।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড থেকে রোনালদোকে সরিয়ে সবার ওপরে এখন লিওনেল মেসি। আজ রাতে আরও একটা রেকর্ডে রোনালদোর নাম মুছে দিতে পারেন আর্জেন্টাইন তারকা। লাঁসের বিপক্ষে আজ পিএসজির হয়ে জোড়া গোল করলেই তিনি রোনালদোকে সরিয়ে হয়ে যাবেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা।
উয়েফার হিসাব অনুসারে, ইউরোপের শীর্ষ পাঁচটি লিগ হচ্ছে প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি ‘আ’, বুন্দেসলিগা ও লিগ ‘আঁ’। এই লিগগুলোয় রোনালদোর গোলসংখ্যা ৪৯৫। ৪৯৪ গোল নিয়ে এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন মেসি। আজ রাতে ১টি গোল করলেই আর্জেন্টাইন তারকা রোনালদোর রেকর্ডে ভাগ বসাবেন। আর ২টি গোল করলে তিনিই উঠে যাবেন শীর্ষে।
রোনালদো ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিতেই খেলেছেন। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই মেয়াদে করেছেন ১১৯ গোল, জুভেন্টাসের হয়ে চার মৌসুমে ৮১ ও আর রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩১১ গোল।
মেসি তাঁর ইউরোপিয়ান ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি ক্লাবের হয়ে খেলেছেন। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমে করেছেন ৪৭৪ গোল। আর ২০২১ সালে পিএসজিতে নাম লিখিয়ে লিগে ৫১ ম্যাচ খেলে তাঁর গোল ২০টি।
কিছুদিন আগেই মেসি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে গোল করায় ছাড়িয়ে গেছেন রোনালদোকে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল ৭০১টি। মেসির গোল ৭০২টি।