এল ক্লাসিকো শুরুর আগেই লিগ জিতল বার্সেলোনা
কিছুক্ষণ পরেই শুরু হবে মৌসুমের শেষ এল ক্লাসিকো। আজকের এই এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দিয়েই লিগ শিরোপাও একরকম নির্ধারিত হয়ে যাবে। তবে এই ম্যাচ শুরুর আগেই অন্য এক লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সা।
বলা হচ্ছে, লা লিগা ফেমেনিনো বা মেয়েদের লা লিগার কথা। আজ রিয়াল বেতিসকে ৯-০ গোলে হারিয়ে এই লিগ শিরোপা নিশ্চিত করেছে বার্সার মেয়েরা। এটি বার্সার নারী দলের সব মিলিয়ে ১০ম এবং টানা ৬ষ্ঠ লা লিগা শিরোপা।
এর মধ্য দিয়ে দুই নম্বরে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের চেয়েও বার্সার শিরোপা দ্বিগুণ হয়ে গেল।গত ছয় মৌসুম ধরেই একচ্ছত্র দাপট দেখিয়ে চলেছে বার্সার মেয়েরা। এই সময়ে তাদের আশপাশেই ঘেঁষতে পারেনি বাকিরা। সেই ধারাবাহিকতাতেই এবার আবারও ট্রফি উঁচিয়ে ধরলেন আইতানা বোনমাতি-আলেক্সিয়া পুতেয়াসরা।
এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা বার্সা চলতি মৌসুমে ২৯ ম্যাচের ২৭টিতেই জিতেছে, হেরেছে দুই ম্যাচ। সব মিলিয়ে বার্সা পেয়েছে ৮১ পয়েন্ট। আর এই ২৯ ম্যাচে বার্সা গোল করেছে ১২২টি এবং হজম করেছে ১৬টি।
লিগে বার্সার পেছনে থেকে দ্বিতীয় হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ২৯ ম্যাচে ২৪ জয় ৩ ড্র ও ২ হারের রিয়ালের পয়েন্ট ৭৫। লিগ না জিতলেও বার্সাকে এ মৌসুমে হারের স্বাদ দিয়েছে রিয়াল। যেটি আবার নারীদের এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে রিয়ালের প্রথম জয়ও বটে। এর আগে ১৮ মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছিল বার্সা।