সাফ ফুটবলে লেবাননের গ্রুপে বাংলাদেশ
ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপিং চূড়ান্ত হয়েছে আজ। দিল্লিতে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে বাংলাদেশ পড়েছে লেবাননের গ্রুপে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই গ্রুপসঙ্গী মালদ্বীপ ও ভুটান।
‘এ’ গ্রুপে স্বাগতিক ভারত খেলবে কুয়েত, পাকিস্তান ও নেপালের সঙ্গে। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে সাফ অঞ্চলের বাইরে কুয়েত ও লেবানন আমন্ত্রিত দল হিসেবে খেলবে। আগামী ২১ জুন বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ।
লেবানন বাংলাদেশের জন্য অপরিচিত প্রতিপক্ষ নয়। ২০১১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। বৈরুতের অ্যাওয়ে ম্যাচে ৪-০ গোলে হারলেও ঢাকার হোম ম্যাচে লেবাননকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেছিলেন জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী।
সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এরই মধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সাফ চ্যাম্পিয়নশিপের আগে কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। কম্বোডিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি হবে ১৫ জুন। সেখান থেকেই বেঙ্গালুরুতে চলে যাবে দল। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।