বিশ্বকাপ জিতলে কত টাকা পাবেন মুলার-নয়্যাররা

২০২২ বিশ্বকাপের জন্য জার্মানি দলের খেলোয়াড়েরা কেমন বোনাস পাবেন, জানিয়ে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশনছবি: টুইটার

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ জেতা জার্মানির খেলোয়াড়দের প্রত্যেকে পেয়েছিলেন ৩ লাখ মার্কিন ডলার করে। এবার কাতার বিশ্বকাপের জন্য ঘোষণা করা হয়েছে আরও বড় অঙ্কের বোনাস।

জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়েছে, কাতারে বিশ্বকাপ জিতলে প্রত্যেক খেলোয়াড়কে ৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার করে বোনাস দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা।

খেলোয়াড়দের উদ্দীপ্ত করতে কয়েক আসর ধরে বিশ্বকাপের আগে বোনাসের অঙ্ক ঘোষণা করে আসছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। ২০১৮ সালে হওয়া রাশিয়া বিশ্বকাপে শিরোপার জন্য বোনাস ছিল ৩ লাখ ৫০ হাজার ডলার করে।

বিশ্বকাপ জিতলে বড় অঙ্কের বোনাস পাবেন মুলাররা
ছবি: এএফপি

তবে চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক, জার্মানি প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল গত বিশ্বকাপে। বোনাস অবশ্য দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করে প্রতি পর্বের জন্যই আছে।

গ্রুপ পর্ব উতরে শেষ ষোলোতে উঠলেই পাওয়া যাবে ৫০ হাজার ডলার করে। আর কোয়ার্টার ফাইনালে উঠলে পাওয়া যাবে ১ লাখ ডলার করে। সেমিফাইনালের জন্য প্রতিজনের জন্য বোনাসের পরিমাণ নির্ধারণ করা হয়েছে দেড় লাখ ডলার।

সেমিতে হেরে গেলেও বোনাস বাড়ার সুযোগ আছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতলে দেওয়া হবে ২ লাখ ডলার করে। আর রানার্সআপ হলে প্রতিজন পাবেন ২ লাখ ৫০ হাজার ডলার করে।

আরও পড়ুন

খেলোয়াড়দের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বোনাসের পরিমাণ ঘোষণা করেছে। প্রতিনিধিদলে ছিলেন ম্যানুয়েল নয়্যার, টমাস মুলার, জশুয়া কিমিখ ও ইলকাই গুনদোয়ান।

কাতারে ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। জার্মানির বিশ্বকাপ অভিযান শুরু ২৩ নভেম্বর, জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘ই’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন আর মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।