ওল্ড ট্র্যাফোর্ডে কাসেমিরোকে বরণ করে নেওয়ার অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেড

ব্রাজিল তারকা কাসেমিরোছবি: টুইটার

ভিনিসিয়ুসের ভাষায়, ‘ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও বিজয়ী ত্রিভুজ’। তাঁর এই উক্তির নিচে একটি ছবি সংযোজন করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। চ্যাম্পিয়নস লিগ শিরোপা নিয়ে হাতের পাঁচটি আঙুল দেখাচ্ছেন লুকা মদরিচ, টনি ক্রুস এবং... । ‘ত্রিভুজ’–এর শেষ বাহুটা (পড়ুন নাম) নিশ্চয়ই ধরতে পেরেছেন। কাসেমিরো!

রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান উইঙ্গার উক্তিটি করেছেন কাসেমিরোর বিদায়বেলায়। ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডার যে রিয়াল ছাড়ছেন, তা কালই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার গভীর রাতে বিষয়টি আনুষ্ঠানিক হয়ে যায়। রিয়াল আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়ে দেয়, সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাচ্ছেন কাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডও বিবৃতিতে জানায়, কাসেমিরোকে উড়িয়ে আনার বিষয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে তারা ঐকমত্যে পৌঁছেছে।

রিয়ালের বিবৃতিতে বলা হয়, ‘কাসেমিরোর দলবদল নিয়ে ঐকমত্যে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। কাসেমিরোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রিয়াল, যে কিনা ক্লাবের ইতিহাসের অংশ। ২০১৩ সালের জানুয়ারিতে ২০ বছর বয়সে কাস্তিয়ায় (বি দল) যোগ দেওয়ার পর ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা সময়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। রিয়ালে সে ১৮টি শিরোপা জিতেছে; ৫টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৩টি উয়েফা সুপার কাপ, ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে ও ৩টি স্প্যানিশ সুপার কাপ। এসব সাফল্যের বাইরেও রিয়ালের মূল্যবোধ ধরে রাখায় মাদ্রিদিস্তারা তাকে মনে রাখবেন। এমন এক খেলোয়াড় যিনি কিনা রিয়ালকে সর্বস্ব নিংড়ে দিয়েছেন। রিয়াল মাদ্রিদ সব সময় তাঁর ঘর হয়েই থাকবে। জীবনের নতুন অধ্যায়ে আমরা তাঁর এবং তাঁর পরিবারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।’

সোমবার কাসেমিরোকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে রিয়াল।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিবৃতিতে বলা হয়, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে জানাচ্ছে, কাসেমিরোর দলবদল নিয়ে রিয়ালের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো গেছে... ওল্ট্রাফোর্ডে আমরা সবাই তাঁকে বরণ করে নেওয়ার অপেক্ষায় আছি।’

মার্কা জানিয়েছে, রিয়ালে কাসেমিরো যে পারিশ্রমিক পেতেন, ইংলিশ ক্লাবটিতে তার প্রায় দ্বিগুণ পাবেন। তবে সঠিক অঙ্কটা এখনো প্রকাশ হয়নি। চার বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে যাচ্ছেন কাসেমিরো। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে।

দলবদল ফি হিসেবে রিয়াল পাচ্ছে ৬ কোটি ইউরো এবং অ্যাড-অনস মিলিয়ে তা ৭ কোটি ইউরো হবে বলে জানিয়েছে মার্কা। সাও পাওলো ও পোর্তোর সময় মিলিয়ে কাসেমিরোর জন্য দলবদলে প্রায় ১ কোটি ৩০ লাখ ইউরো খরচ করেছিল রিয়াল। অর্থাৎ ৩০ বছর বয়সী এই তারকাকে বিক্রি করে প্রায় ৪ কোটি ৬০ মিলিয়ন ইউরো লাভ করল মাদ্রিদের ক্লাবটি।