গুন্দোয়ান তাহলে কি ম্যান সিটি ছাড়ছেনই

ম্যানচেস্টার সিটিন কোচ পেপ গার্দিওলার সঙ্গে ইলকায় গুন্দোয়ানছবি: রয়টার্স

প্রশ্নটা উঠেছে অনেক আগেই—ইলকায় গুন্দোয়ান কি ম্যানচেস্টার সিটিতে থাকছেন? চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে সিটি যেদিন ট্রেবল জয়ের আনন্দে মাতোয়ারা, সেদিনও গুন্দোয়ান আর কোচ পেপ গার্দিওলাকে কথা বলতে হয়েছে এ নিয়ে।

গুন্দোয়ান ও গার্দিওলা সেদিন অবশ্য এ নিয়ে তেমন কিছু বলতে পারেননি অথবা অমন আনন্দের দিনে বিদায়টিদায় নিয়ে তাঁরা কথা বলতেই চাননি। গুন্দোয়ান ‘বিষয়টি পরে দেখা যাবে’ বলে এড়িয়ে গেছেন। আর গার্দিওলা বলেছিলেন, তিনি চাইছেন গুন্দোয়ান যেন ইতিহাদেই থেকে যান।

আরও পড়ুন
এফএ কাপের ট্রফি হাতে ফাইনালে জয়ের নায়ক ইলকায় গুন্দোয়ান
ছবি: রয়টার্স

কিন্তু প্রশ্নটা চাপা পড়ে যায়নি। এ মাসের শেষেই সিটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে জার্মান মিডফিল্ডার গুন্দোয়ানের। মাসের শেষ দিন যতই এগিয়ে আসছে, গুন্দোয়ানের সিটিতে থাকা বা না–থাকা নিয়ে আলোচনা ততই বেগবান হচ্ছে।

এটা গতকাল থেকে আরও বেড়েছে আরেকটি মৌসুম শুরু হওয়ার আগে সিটি ‘কাদের ধরে রাখছে’ আর ‘কাদের ছেড়ে দিচ্ছে’ তালিকা প্রকাশ করার পর। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে এ তালিকা সব দলকেই প্রকাশ করতে হয়।

সিটির ‘ছেড়ে দেওয়া খেলোয়াড়দের’ তালিকায় গুন্দোয়ানের নাম দেখার পরই আবার শুরু হয়ে গেছে জোর আলোচনা। যদিও প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে সব ক্লাবের তালিকা দেওয়ার আগে একটি নোট দেওয়া আছে—কোনো খেলোয়াড়ের ছেড়ে দেওয়া তালিকায় নাম থাকা মানেই এই নয় যে তিনি চলে যাচ্ছেন। যাঁরা মুক্ত খেলোয়াড় হতে চলেছেন, মানে যাঁদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে, সেই সব খেলোয়াড়ের নাম ‘ছেড়ে দেওয়া’ তালিকায় রাখাটা নিয়ম।

আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগের ট্রফি হাতে ইলকায় গুন্দোয়ান
ছবি: রয়টার্স

গুন্দোয়ানকে ‘ছেড়ে দেওয়া’ তালিকায় রাখলেও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি সিটি। ইতিহাদের ক্লাবটি কিছু না বললেও ৩২ বছর বয়সী মিডফিল্ডারকে পেতে এরই মধ্যে চেষ্টা শুরু করে দিয়েছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনাসহ ইউরোপের আরও কয়েকটি বড় দল।

শেষ পর্যন্ত কী হবে—সত্যিই কি মুক্ত খেলোয়াড় হিসেবে সিটি ছাড়বেন গুন্দোয়ান, নাকি আরও নতুন চুক্তি করে আরও কয়েক বছর ইতিহাদেই থেকে যাবেন! এ প্রশ্নের উত্তর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।