বার্সেলোনা ছেড়ে মেক্সিকোর ক্লাবে আলভেজ

এক সময়ে বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন দানি আলভেজফাইল ছবি: এএফপি

২০০৮ সালে ২৫ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেজ। টানা ৮ বছর খেলে ২০১৬ সালে বার্সেলোনা ছাড়া।

এরপর জুভেন্টাস, পিএসজি, সাও পাওলো ঘুরে ২০২১ সালের নভেম্বরে আবার ফিরলেন প্রিয় ক্যাম্প ন্যুতে। সাত মাস পর আবার গত মাসে চুক্তি শেষ হয়ে গেলে কাতালান ক্লাবটিকে বিদায় জানিয়ে দিলেন।

ব্রাজিলিয়ান এই তারকার নতুন ঠিকানা মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএম। ফ্রি ট্রান্সফারে মেক্সিকোর এই ক্লাবকে বেছে নিয়েছেন সদ্য সাবেক হয়ে যাওয়া বার্সেলোনা তারকা। ক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার আলভেজকে দলে ভেড়ানোর কথা জানানো হয়। গণমাধ্যমের সূত্র অনুযায়ী এক বছরের চুক্তিতে পুমাসে যোগ দিয়েছেন তিনি।

ব্রাজিলের জার্সিতে কাতার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন আলভেজ
ফাইল ছবি

চুক্তিতে এই মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্ত রাখা আছে। বিশ্বের বড় বড় ক্লাবে খেলে ৩৯ বছর বয়সে এসে এবার মাঠে নামবেন অখ্যাত এক ক্লাবের জার্সিতে।
বয়স ৩৯ হলেও এখনো যথেষ্ট ফিট তিনি।

স্বপ্ন দেখছেন ব্রাজিলের হয়ে কাতার বিশ্বকাপে খেলার। ব্রাজিল কোচ তিতের পরিকল্পনাতেও আছেন তিনি। সর্বশেষ মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগায় ১৪ ম‍্যাচে খেলেন আলভেস।

দুই দফায় বার্সেলোনার জার্সিতে তিনটি করে মহাদেশীয় শিরোপা চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতেন আলভেজ। এ ছাড়া ছয়টি লা লিগা শিরোপার সঙ্গে চারটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি।