হলান্ড গোল করেই চলেছেন, সিটি জিতেই চলেছে

সাউদাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দলছবি: এএফপি

সেই পরিচিত দৃশ্য, প্রতিপক্ষ যে দলই হোক, ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ডি–বক্সে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের আনাগোনা। সাউদাম্পটন না ম্যানচেস্টার সিটি কোন দল জিতবে? ম্যাচের শুরু থেকেই এই প্রশ্ন ছাপিয়ে বড় হয়ে ওঠে দুটি বিষয়—গত তিন ম্যাচে ১৪ গোল করা সিটি এবার প্রতিপক্ষের জালে কবার বল পাঠাবে আর প্রিমিয়ার লিগের সর্বশেষ ৮ ম্যাচে ১৪ গোল করা আর্লিং হলান্ডই বা কয়টি গোল করবেন!

ম্যান সিটির দলীয় পারফরম্যান্স নিয়ে প্রশ্নটিতে সেই চেনা দৃশ্যেরই মঞ্চায়নও হয়েছে। সাউদাম্পটনকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। তবে হলান্ড এবার আর বারবার গোলোৎসবে মেতে উঠতে পারেননি। ম্যান সিটির চার গোলের মাত্র একটিই তাঁর। অন্য তিনটি গোল করেছেন ফিল ফোডেন, জোয়াও কানসেলো ও রিয়াদ মাহরেজ।

সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের দুই মিনিটেই দারুণ সুযোগ পেয়ে যায় সিটি। কানসেলোর বাড়িয়ে দেওয়া বলে রিয়াদ মাহরেজ সুযোগটা ঠিক কাজে লাগাতে পারেননি। গোলের ‘গাড়ি’ চালিয়ে যাওয়া হলান্ড ম্যাচে নিজের প্রথম সুযোগটা পান ১৪ মিনিটে। কেভিন ডি ব্রুইনার বাড়িয়ে দেওয়া বলে গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। বাদ সাধে গোলপোস্ট।

যদিও ম্যান সিটির প্রথম গোল পেতে ২০ মিনিটের বেশি সময় অপেক্ষা করতে হয়নি। লিগের সর্বশেষ ম্যাচে হলান্ডের সঙ্গে হ্যাটট্রিক করা ফোডনের সহায়তায় কানসেলো করেন প্রথম গোল। সিটি দ্বিতীয় গোল পায় ম্যাচের ৩২ মিনিটে। প্রথম গোলে সহায়তা করা ফোডেনই করলেন দ্বিতীয় গোল, সহায়তা ডি ব্রুইনার। প্রথমার্ধে সাউদাম্পটনের প্রাপ্তি বলতে শুধু হলান্ডকে গোলবঞ্চিত রাখা।

৬৫ মিনিটে গোলের দেখা পান হলান্ড
ছবি: এএফপি

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খুব বেশি সময় নষ্ট করেনি সিটি। এবার গোলদাতা মাহরেজ। ৪৯ মিনিটে করা তাঁর গোলে সহায়তা করেন রদ্রি। এরপর ম্যাচ যত এগিয়ে চলেছে, অনেকের মনেই প্রশ্ন জেগেছে—হলান্ড কি গোল পাবেন না এই ম্যাচে? অনেকবারই সম্ভাবনা জাগিয়েও গোল করতে পারছিলেন না নরওয়েজিয়ান স্ট্রাইকার। অবেশেষে ৬৫ মিনিটে গোলের দেখা পান হলান্ড।

আরও পড়ুন

প্রিমিয়ার লিগে এটি হলান্ডের ৯ ম্যাচে ১৫তম গোল। গত মৌসুমে লিগে ম্যান সিটির সর্বোচ্চ গোলদাতা কেভিন ডি ব্রুইনা করেছিলেন সমানসংখ্যক গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এটি হলান্ডের ২০তম গোল।

লিগের অন্য ম্যাচে চেলসি উলভসকে হারিয়েছে ৩-০ গোলে। গোল আসছে—উলভসের বিপক্ষে চেলসির দাপট দেখে ইংলিশ কোচ অ্যালান শেরউড এমন মন্তব্য করেছিলেন। তবে প্রথম গোল পেতে চেলসির আজ অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত।

প্রথমার্ধের যোগ করা সময়ে উলভসের জালে বল জড়ান কাই হাভার্টজ। ৫৪ মিনিটে দ্বিতীয় গোল করেন পুলিসিক। দুটি গোলেই সহায়তা করেন ম্যাসন মাউন্ট। ম্যাচের শেষ মুহূর্তে ৮৯ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন আর্মান্দো বোরহা।

আরও পড়ুন