জোতার দুই বছরের বেতন তাঁর পরিবারকে দেবে লিভারপুল

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ২৮ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতার চুক্তির মেয়াদের বাকি সময়ের পারিশ্রমিক তাঁর পরিবারকে দেবে লিভারপুল।

পরিবারের কাছে দিয়োগো জোতার এই ছবি এখন শুধুই স্মৃতিজোতার ইনস্টাগ্রাম হ্যান্ডল

কাঁদছে লিভারপুল। কাঁদছে পর্তুগাল। কাঁদছে গোটা ফুটবল–বিশ্বই।

দিয়োগো জোতার জন্য এই কান্না। পর্তুগালে জোতার জন্মভূমি গোন্দোমারে চলছে তাঁর শেষকৃত্য। ফুটবল–সংশ্লিষ্ট অনেকেই গিয়েছেন সেখানে। সতীর্থ ও বন্ধু রুবেন নেভেস থেকে ভার্জিল ফন ডাইক এবং অ্যান্ডি রবার্টসনসহ অনেকেই শেষ শ্রদ্ধা জানান জোতাকে। আর লিভারপুল? জোতা যে ক্লাবের জন্য মাঠে নিজেকে নিংড়ে দিয়েছেন, সেই লিভারপুল নিয়েছে অসাধারণ এক পদক্ষেপ। পর্তুগালের সংবাদমাধ্যম ‘রেকর্ড’ জানিয়েছে, জোতার চুক্তির বাকি সময়ের অর্থ তাঁর পরিবারের হাতে তুলে দেবে লিভারপুল।

আরও পড়ুন

২০২২ সালে লিভারপুলে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছিলেন জোতা। অর্থাৎ তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ফুরোতে আরও দুই বছর বাকি ছিল। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, লিভারপুলে জোতা সপ্তাহে আয় করতেন ১ লাখ ৪০ হাজার পাউন্ড, যেটা বছরে প্রায় ৭২ লাখ পাউন্ড। অর্থাৎ বোনাসের বাইরে শুধু পারিশ্রমিক হিসাবে বাকি দুই বছরে প্রায় ১ কোটি ৪৫ লাখ পাউন্ড (প্রায় ২৪২ কোটি ৪৫ লাখ টাকা) পেতেন জোতা। লিভারপুল এই অর্থ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে বলে ‘নিশ্চিত’ করেছে রেকর্ড।

জোতার কফিন বহন করছেন তাঁর সতীর্থরা
এএফপি

স্পেনে গাড়ি দুর্ঘটনায় গত বৃহস্পতিবার ভাইসহ মারা যান জোতা। তাঁর ভাই আন্দ্রে সিলভাও ফুটবলার ছিলেন। মৃত্যুর কিছুদিন আগে শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন পর্তুগিজ ফরোয়ার্ড। তিনটি সন্তান আছে তাঁদের সংসারে।

লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জেতেন জোতা। এর আগে ক্লাবটির হয়ে এফএ কাপ ও দুবার লিগ কাপ জিতেছেন। জোতার মৃত্যুর পর ক্লাবের হয়ে তাঁর ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। অর্থাৎ জোতার জার্সি নম্বরকে অবসরে পাঠিয়েছে অ্যানফিল্ডের ক্লাবটি।

আরও পড়ুন

লিভারপুলের বিবৃতিতে বলা হয়, ‘২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে তাঁর অবদানের জন্য নম্বর ২০ নম্বর জার্সিটি যথাযথভাবেই অমর হয়ে থাকবে। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে সমর্থকদের সামনে স্বভাবসুলভ হালকা চালে শরীর দুলিয়ে করা জয়সূচক গোলটি ছিল তাঁর জীবনের শেষ গোল। যা আজও হৃদয় ছুঁয়ে যায়।’

লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক ইনস্টাগ্রামে করা পোস্টে জোতার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন, ‘এই কঠিন সময়ে এবং তারপরও আমরা তোমার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। চিরকালীন চ্যাম্পিয়ন, চিরকালীন ২০ নম্বর।’