অবশেষে তাঁদের ছাড়াই পিএসজি চ্যাম্পিয়ন, কী বললেন এমবাপ্পে–নেইমার

প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি।এএফপি

একটি দল ট্রফি জিতলে কতজনই তো অভিনন্দন জানায়। প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতায় পিএসজিকেও জানাচ্ছে। তবে ফরাসি ক্লাবটির ইউরোপজয়ের সাফল্যে কিলিয়ান এমবাপ্পে আর নেইমারের প্রতিক্রিয়া বিশেষ কিছু।

তাঁরা দুজন এমন মানুষ, একটা চ্যাম্পিয়নস লিগের জন্য বছরের পর বছর যাদের দিকে তাকিয়ে ছিল পিএসজি।

একজনকে কেনা হয়েছিল বিশ্ব রেকর্ড গড়া দামে, আরেকজনকে দলে ধরে রাখার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট পর্যন্ত জড়িয়েছিলেন।

গতকাল মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। গত বছরই প্যারিসের ক্লাবটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া এমবাপ্পে পিএসজিকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অবশেষে বড়  দিনটা এল। বিজয় এসেছে, আর তা পুরো ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায়। অভিনন্দন পিএসজি।’

রিয়ালে যাওয়ার আগে পিএসজিতে সাত মৌসুম কাটিয়েছেন এমবাপ্পে। জিতেছেন ৬টি লিগ আঁ, ৪টি ফ্রেঞ্চ কাপ এবং ২টি লিগ কাপ। তবে ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেললেও জিততে পারেনি। ১৬ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদে যাওয়ার পর প্রথম মৌসুমে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন এমবাপ্পে ও তাঁর দল।

নেইমার ও এমবাপ্পে যখন পিএসজির জার্সিতে।
ছবি : রয়টার্স

এমবাপ্পেরও আগে পিএসজি বড় বিনিয়োগ করেছিল নেইমারের ওপর। ২০১৭ সালে ২২ কোটি ইউরো দলবদল ফি দিয়ে বার্সেলোনা থেকে নিয়ে আসা হয়েছিল তাঁকে। যা এখনো পর্যন্ত ক্লাব ফুটবলে বিশ্ব রেকর্ড হিসেবে অক্ষত।

২০২৩ সালে প্যারিস ছাড়ার আগে নেইমারও পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের স্বাদ এনে দিতে পারেননি। বর্তমানে সান্তোসে খেলা ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড সাবেক ক্লাবের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি’। সঙ্গে পাঁচটি হাত তালির ইমোজিও।

আরও পড়ুন