নেইমারের দলে মরক্কোর বিশ্বকাপ মাতানো গোলকিপার

সেভিয়া থেকে আল হিলালে যোগ দিয়েছেন ইয়াসিন বুনুছবি: আল হিলালের টুইট থেকে

গত দুই সপ্তাহে তাঁকে হাতছানি দিচ্ছিল দুটি নতুন ঠিকানা—লা লিগায় রিয়াল মাদ্রিদ, বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ। তবে মরক্কোর তারকা গোলকিপার ইয়াসিন বুনু শেষ পর্যন্ত ইউরোপেই থাকলেন না। যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। যে দলে গত সপ্তাহে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

আজ আল হিলালের টুইটে জানানো হয়েছে, ৩২ বছর বয়সী বুনুকে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে।

কাতার বিশ্বকাপে মরক্কোর হয়ে মাঠ মাতানো বুনু ক্লাব ফুটবলে গত চার বছর কাটিয়েছেন সেভিয়ায়। বৃহস্পতিবার স্প্যানিশ ক্লাবটির হয়ে গ্রিসে উয়েফা সুপার কাপের ফাইনাল খেলেছেন বুনু। ম্যানচেস্টার সিটির বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া ম্যাচটি খেলেই সৌদি আরবে চলে যান তিনি। বৃহস্পতিবার সারেন চুক্তির আনুষ্ঠানিকতা।

স্পেনের সংবাদমাধ্যম সূত্রে ইএসপিএনের খবরে বলা হয়, বুনুকে সেভিয়া থেকে ২ কোটি ১০ লাখ ইউরোয় কিনেছে আল হিলাল। সেভিয়া তাঁকে জিরোনা থেকে কিনেছিল ৪০ লাখ ইউরোয়। গত চার বছরে সেভিয়ার হয়ে দুটি ইউরোপা লিগ জিতেছিলেন বুনু।

ইয়াসিন বুনু এখন আল হিলালের
ছবি: আল হিলালের টুইট থেকে

এবারের দলবদলে তাঁকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। থিবো কোর্তোয়া আর মানুয়েল নয়্যার চোটে পড়ায় দল দুটি বিশ্বস্ত গোলকিপার খুঁজছিল। বায়ার্ন বুনুর জন্য ১ কোটি ২০ লাখ ইউরোর প্রস্তাবও দিয়েছে বলে শোনা যায়। তবে শেষ পর্যন্ত বুনু ও সেভিয়া আল হিলালের ডাকেই সাড়া দিয়েছে।

আরও পড়ুন

গত বছর কাতার বিশ্বকাপে মরক্কোর হয়ে ফুটবল–বিশ্বের দৃষ্টি কেড়েছিলেন বুনু। প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কোর সেমিফাইনালে ওঠার পথে অন্যতম ভূমিকা ছিল এই গোলকিপারের। যার মধ্যে শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে টাইব্রেকারে জয় ও কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারানোর ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পান।

মরক্কোর তারকা গোলকিপার ইয়াসিন বুনু
ছবি: আল হিলালের টুইট থেকে

আল হিলালে বুনু সতীর্থ হিসেবে পাচ্ছেন নেইমার, কালিদু কুলিবালি, মিলাঙ্কোভিচ-সাভিচ, ম্যালকম ও রুবেন নেভেসদের। তাঁদের পরবর্তী ম্যাচ আগামীকাল আল ফেইহার বিপক্ষে। এই ম্যাচে নেইমারের সঙ্গে অভিষেক হতে পারে বুনুরও।

আরও পড়ুন